মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। হাসপাতাল ছাড়লেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। রবিবার বোস্টনের হাসপাতাল থেকে এ কথা জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ের এই নায়ক।
“আমি হাসপাতাল থেকে ছাড়া পেলাম।
আমাকে আশীর্বাদ করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আর এখানে অপেক্ষা করতে পারছি না। আমি যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চাই। এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন যুবরাজ।
সেই সাথে শততম শতক হাকানোর জন্য ব্যাটিং লিজেন্ড শচীনকে অভিনন্দন জানাতে ভুল করেননি যুবরাজ।
“আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি যা করেছেন তা অপরিমেয়”।
চিকিৎসকরা জানিয়েছেন আগামী মে মাসের প্রথম সপ্তাহের দিকেই মাঠে ফিরতে পারবেন ৩০ বছর বয়সী যুবরাজ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।