আমাদের কথা খুঁজে নিন

   

Lament : নিজের জন্য শোকগাঁথা

দ্রোহ আর বিদ্রোহের ফিনিক্স

১. শীতার্ত সময়ের অখন্ড দূপুরে জড়তা আকড়ে আছে আলসেমীর ছদ্মবেশে। জানালা গলে সূর্যের তীর্যক আলো স্বপ্নীল করে তোলে ঘরের কোন। তার মাঝে বিন্দু ধুলোরা যেন স্বপ্নের মতই ঘুরপাক খায়। একটুকু নীরব উষ্ণতা বিদীর্ন হয়ে যায় একটা গাংচিলের তীক্ষ আর্তনাদে। ধীরে ধীরে মিশে যায় মন্দিরের ঘন্টা ধ্বনির মত।

দোলায়মান দোলায় ক্রমে ভাবনার পংক্তিমালারা যত উঠে আসে উর্ধ্বে; আমি ক্রমাগত নিমজ্জিত হই। জীবন যেন কেবল অতলে টানে, গভীর পূর্ণতায়, ক্ষমায়, অন্ধকারে, মুক্তিতে কিংবা শোকে। ২. কাব্যিক জলচিত্রের সাথে পরিচয় হল তার। পরিচয় নয়, বরং নিজের অভ্যন্তরের গহীন থেকে উঠে আসা স্রোতধারার এক ঐন্দ্রজালিক রূপায়ন তার মাঝে যোগ করেছিল অনন্য কবি সত্ত্বা। বিশ্বজনীন অন্য ভূমির শিখরে দাড়িয়েও নিজেকে সে কবি ভাবতেই ভালবাসতো।

জেমস ডগলাস মরিসন, সবাই তাকে চিনতো জিম মরিসন বলেই। ৩. ৪. Recitation

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.