আমরা ফাইল ট্রান্সফার করার জন্য যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলো সাধারনত একের অধিক ব্লুটুথ ডিভাইস একসাথে সাপোর্ট করে না । আজ একটি ফ্রি টুলের কথা শেয়ার করব যা একসাথে সর্বোচ্চ ৭টি ডিভাইস সাপোর্ট করে । সফটওয়্যারটি হচ্ছে Files to Phones । এটি একটি ফ্রি টুল । এটি BlueSoleil, Toshiba, WidComm/Broadcomm and Microsoft stacks সাপোর্ট করে ।
এটি একই সাথে ফোন , ডেস্কটপ , ল্যাপটপ ইত্যাদি এর সাথে একই সময় কাজ করতে পারে । এর ব্যবহার পদ্ধতিও অনেক সহজ
প্রথমে পিসিতে থাকা ফাইলগুলো সিলেক্ট করুন । তারপর Discover থেকে ডিভাইস সিলেক্ট করুন । তারপর Sender অংশ থেকে Start চাপুন । ব্যাস নিচের চিত্রে সহজে পদ্ধতিটি দেয়া আছে।
ডাউনলোড Click This Link
সূত্র: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।