আমাদের কথা খুঁজে নিন

   

সবচে' সহজ ও সার্বক্ষনিক সঙ্গী 'মোবাইল ফোন' থেকে একইসাথে 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' এবং 'আওয়াজ' ব্যবহারের সুযোগ তৈরী হলো।

নোটিশবোর্ড

প্রিয় ব্লগার, আমাদের বাংলা আড্ডা সার্ভিস, “আওয়াজ” নিয়ে অনেকেই অভিযোগ করেছেন যে আমাদের অন্যান্য সার্ভিস সর্ম্পকে তারা একদমই জ্ঞাত নন। এ অবস্থায় আমরা আপনাদের একটি নতুন “আওয়াজ” এক্সপেরিয়েন্সে যুক্ত হবার জন্য এবং টেস্ট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি? এই “আওয়াজ” কে ব্যবহার করে আমরা বাংলা আড্ডাকে একটি নতুন স্তরে নিয়ে যাবো, এটাই আমাদের লক্ষ্য। তাই একদম শুরুর অবস্থায় এই বিষয়ে আপনাদের ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ, যাতে পূর্ণাঙ্গভাবে লঞ্চ করার পূর্বে আপনাদের অভিজ্ঞতার আলোকে সঠিক ও গঠনমূলক পরামর্শগুলোকে এর সাথে যুক্ত করার সুযোগ থাকে। আপনারা ইতিমধ্যেই ব্লগে কিছু নতুন পোস্ট শেয়ারিং সুবিধা, পছন্দনীয় ব্লগ/ব্লগারের পোস্ট প্রথম পাতায় 'অনুসারিত' ট্যাবে দেখার সুবিধা পাচ্ছেন। পছন্দনীয় ব্লগ অনুসরণ করার জন্যে একটি 'অনুসরণ করুন' বাটন প্রতি ব্লগ পাতায় সংযোজিত হয়েছে।

এই সুবিধাগুলো ছাড়াও সবচে' সহজ ও সার্বক্ষনিক সঙ্গী মোবাইল ফোন থেকে নতুন আঙ্গিকে 'আওয়াজ' ব্যবহারের সুযোগ তৈরী হলো, যা আপনাদের একই সার্ভিসের আওতায় আওয়াজ, ব্লগ ও ফেইসবুক আপডেট দেখার সুযোগ দেবে এবং আরো সহজভাবে যোগাযোগ তৈরী করতে সক্ষম হবে। আমরা লক্ষ্য করছি যে, সাধারণ ওয়েব ট্রাফিক ছাড়াও আমাদের নানান সার্ভিসগুলোতে মোবাইল এক্সেস এর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নতুন আওয়াজ আপনাদের অনেক চাহিদা পূরণে সক্ষম হবে বলে আমরা আশা করছি। একদম শুরুর দিকে বলে আপনারা সাম্প্রতিক আপডেট, মন্তব্য, মেসেজ ও ফ্রেন্ড রিকোয়েস্ট সম্পর্কে সবসময় আপডেটেড থাকতে পারবেন। তবে, আপডেট ও কমেন্ট ইংরেজিতে পোষ্ট করতে পারবেন।

যদিও এখনো আপনারা বাংলায় লিখতে পারবেন না, ব্লগ পোষ্ট লিখতে পারবেন না, মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট এর রিপ্লাই করতে পারবেন না। তবে, আপনাদের সবসময় নোটিফাই থাকার, আপডেট জানার নিশ্চয়তা থাকছে। শুরু করার কয়েকটি ধাপ: · আপনার মোবাইল থেকে aawaj.com ভিজিট করুন এবং আপনার ব্লগের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়েই লগইন করুন। আপনি এখন সোশ্যাল কানেকশন পেজ এ, যেখানে আপনি আওয়াজ, সামহোয়্যার...ইন ও ফেইসবুকের যোগাযোগগুলো ম্যানেজ করতে পারবেন। · ব্লগার হিসেবে আপনি আপনাতেই ব্লগে কানেকটেড হবেন।

সোশ্যাল কানেকশন পেজ এ আপনি আপনার ফেইসবুক এর সেটাপ করতে পারেন যাতে এটা আওয়াজের সাথে কানেক্ট হয়। এটি আপনাকে আপনার ফেইসবুক একাউন্টে ডাইভার্ট করবে, যেখানে আপনি লগ ইন করতে পারবেন এবং আওয়াজ এপ্লিকেশন এক্সেপ্ট করতে পারবেন। ( যা সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন)। · এরপর আপনি হোমপেজ এ যান, যেখানে আপনি স্ট্যাটাস আপডেট পোষ্ট করতে পারবেন। সামগ্রিকভাবে বা আলাদা করে ব্লগ, আওয়াজ কিংবা ফেইসবুকের আপডেট দেখতে পারবেন এবং এই সার্ভিসগুলোর নোটিফিকেশনও পাবেন।

আমরা আন্তরিকভাবে আপনাদের ফিডব্যাক প্রত্যাশা করছি, কোনটা ভালো, কোনটা মন্দ বা কোনটা সহজ কোনটা দুর্বোধ্য, সবকিছুর। এখন, এতটুকুই আপনাদের জানাচ্ছি। আমরা আশা করছি বাকীটা আপনারা সহজভাবেই আয়ত্ত করতে পারবেন। একই সাথে আমরা আমাদের ইন্টারফেসকে আপনাদের সহযোগীতায় আরো ইউজার ফ্রেন্ডলী ও ইনটিউটিভ করার চেষ্টা করবো। এই সুযোগে আমরা আমাদের ব্লগের সাম্প্রতিক নতুন ফিচারটিও আপনাদের সাথে পরিয়চ করিয়ে দেবার সুযোগ নিচ্ছি।

প্রায় তিন মাস হলো আমরা সামহোয়্যার ইন ব্লগ এর মোবাইল ভার্সন শুরু করেছি: দেখুন m.somewhereinblog.net . আপনার মোবাইলে বাংলা না দেখা গেলে স্ক্রীনের উপরে 'ইমেজ ভার্সন' সিলেক্ট করুন। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি এবং করে যাচ্ছি যাতে আওয়াজ আপনাদের জন্য সহজ ও আরামদায়ক হয়। যদিও পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা অনুমান করি যে কিছু কিছু বাগ তারপরও থাকতে পারে। আর এজন্যই আপনাদের সহযোগীতা আমাদের আরো প্রয়োজন যাতে আমরা আরো দক্ষতার সাথে সেগুলো দূর করতে পারি। আপনাদের মতামত/পর্যবেক্ষণ আমাদের ইমেইল করে জানান, ।

আপনাদের গঠনমূলক আলোচনা-সমালোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।