আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহী বিভাগের সেরা উদ্যোক্তা পুরস্কারটি আমিই পেলাম

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

গ্রাম পর্যায়ে ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ও তাদের ইন্টারনেট ব্যবহার সর্ম্পকে জ্ঞান লাভের জন্য জিপিসিআইসি-র মাধ্যমে এক অনলাইন রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। জিপিসিআইসির ওয়েব সাইট গত বছর নভেম্বরে শুরু হওয়া এবং চলতি বছরের ২৮ মার্চ পর্যন্ত চলা অনলাইন রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় দুটি গ্রুপে (৫ম-১০ শ্রেণীঃ ক গ্রুপ) এবং (একাদশ ও দ্বাদশঃ খ গ্রুপ) মোট প্রায় ৩২০০০ হাজার ছাত্রছাত্রী এতে অংশ নেয়। এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ছিল প্রতিটি বিভাগ পর্যায়ে ক গ্রুপের জন্য ১ম ২য় ও ৩য় স্থান অধিকারীকে ১টি করে মোবাইল ফোনসেট, ৫শত টাকা, একসেট বই, ক্রেস্ট ও সনদপত্র। অপর ৫ জনের জন্য ছিল ৫শত টাকা, একসেট বই, ক্রেস্ট ও সনদপত্র।

এছাড়া খ গ্রুপ হতে ১ম জন ডেক্সটপ কম্পিউটার, ২য় ও ৩য় স্থান অধিকারীকে মোবাইল ফোনসেট, ৫শত টাকা, একসেট বই, ক্রেস্ট ও সনদপত্র। অপর ৬ জনকে দেয়া হয়েছে ৫শত টাকা, একসেট বই, ক্রেস্ট ও সনদপত্র। দেশের ৬টি বিভাগে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সর্ব শেষ গত ১৭ ডিসেম্বর ঢাকার বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়ার পাশাপশি বিভাগ পর্যায়ে সর্বোচ্চ রচনা জমাদানকারী ৬ জন উদ্যোক্তাকে দেয়া হয় ১টি করে lenovo ব্যান্ডের কম্পিউটার এবং দেশব্যাপী সর্বোচ্চ রচনা প্রদানকারীকে একটি ল্যাপটপ উপহার দেয়া হয়। রাজশাহী বিভাগ থেকে সর্বোচ্চ রচনা সাবমিট করে বিভাগ পর্যায়ে সেরা উদ্যোক্তার পুরস্কারটি আমিই বাগাইলাম।

এখানে উল্লেখ্য যে, সারা দেশে গ্রামীণফোন ৫০০টির অধিক গ্রামীণফোন কমিউনিটি ইনফরমেশন সেন্টার (জিপিসিআইসি) পরিচালনা করছে। স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে তথ্য প্রযুক্তির সেবা গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দিতে প্রতিষ্ঠা করা হয়। জিপিসিআইসি সম্পর্কে জানতে হলে দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।