আমাদের কথা খুঁজে নিন

   

ইংলিশ প্রিমিয়ার লীগ মিড সিজন রিভিউ

বুকের ভেতর বহুদূরের পথ.........
লিভারপুলের ক্রমাগত হার দেখতে দেখতে বিরক্ত হয়ে খেলা দেখাই ছেড়ে দিয়েছি মোটামুটি। তারপরও ৫ বছরের সঙ্গী প্রিমিয়ার লীগ (সেই ২০০৪ থেকে রেগুলার দেখছি), পুরনো প্রেম ভুলি কেমনে? চেলসি আছে টপে, যেমনটা আশা করা হয়েছিলো। তাদের স্কোয়াডের ডেপথ অনেক বেশী। বসিংওয়ার মত প্লেয়ার খেলছেনা মাসের পর মাস, কেউ খেয়ালই করছেনা। আনেলকা-ড্রগবা জুটি লীগের সেরা ষ্ট্রাইকিং পার্টনার হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

তবে আমার আগের ক্যালকুলেশন ভুল প্রমাণ করে দারুণ খেলা দেখাচ্ছেন মাইকেল বালাক। সাথে অ্যাশলে কোলও তার পুরনো 'আর্সেনালের ফর্ম' ফিরে পাচ্ছেন। চেলসির সমস্যা রক্ষণে, কার্ভালিওকে আগের মত শার্প মনে হচ্ছেনা। আর আফ্রিকান নেশন কাপে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারানোর সমস্যা চেলসি কিভাবে সামাল দেয় তার উপর অনেক কিছু নির্ভর করবে। ম্যান ইউর সবচেয়ে বড় সমস্যা আমার মতে বার্বাতভের ক্লিক না করা।

৫৫ মিলিয়ন ডলারে কেনা প্লেয়ার কয়টা গোল করেছে এ পর্যন্ত? মাত্র ৪ টা। এর চাইতে সান্ডারল্যান্ডের ড্যারেন বেন্টরে কিনলেও মনে হয় ভাল সার্ভিস পাইতো। গত ম্যাচে ডিফেন্সে ফার্ডিনান্ড আর ভিডিচ দুইজনেই ইনজুরিতে ছিলো। গুণে গুণে ৩টা গোল খাইছে ফুলহামের কাছে। মাঝমাঠে দুই বুড়া- গিগস আর স্কোলজ।

গিগস তা-ও চলে কিন্তু স্কোলজ? টাইম টু গো ফর দ্যা ওল্ড ফক্স। আর্সেনাল গত ৫ বছর ধরে যা দেখতেছি তা-ই আছে। খুব এক্সাইটিং ফুটবল খেলবে কিন্তু জায়গামত ধরা। দুই চার জন অভিজ্ঞ খেলোয়াড় দরকার ওদের, আগে যেমন ছিলো বার্গক্যাম্প, ভিয়েরা। মিডফিল্ডে একটা সলিড প্লেয়ার কেনা এখন ফরজ হয়ে গেছে ওয়েঙ্গারের জন্য।

আর কী একটা সেন্ট্রাল ডিফেন্ডার আনছে (ভার্মিউলেন), গন্ডায় গন্ডায় গোল করেই যাচ্ছে কিন্তু আসল কামে (মানে গোল বাঁচানোতে) নাই। অ্যাস্টন ভিলা উঠে আসছে। মার্টিন ও'নিল কয়েক বছর ধরে একটা সলিড টিম বানিয়েছেন যা এই সিজনে মনে হচ্ছে ম্যাজিক দেখাবে। শুধু গ্যারেথ ব্যারিকে যদি ধরে রাখা যেত তাহলে দল হিসেবে ভিলা আরো সলিড হতো। আবার সিটি থেকে আসা রিচার্ড ডান অভিমান আর জিদের উপর ভর করেই বোধহয় জীবনের সেরা খেলাটা খেলে যাচ্ছেন।

কি রক্ষণে আর কি আক্রমণে, সব জায়গাতেই সেরা। একজন সেন্ট্রাল ডিফেন্ডারের মিড সিজনেই ৩ গোল করে ফেলা সবসময়ই স্পেশাল কিছু। জলের মত টাকা খরচ করা ম্যান সিটিকে টপকে ভিলা যদি বিগ ফোরে ঢুকতে পারে তাহলে আমজনতার অনেকেই খুশী হবে বলে মনে হয়। ম্যান সিটির কোচ হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন সাবেক ইন্টার কোচ মানচিনি। তবে আমার মতে মার্ক হিউজকেই আরো দুই বছর রাখা দরকার ছিলো।

একটা দল গড়ে উঠতে সময়ের প্রয়োজন, তাছাড়া এতগুলো 'বিগনেম' স্টার কে একসাথে খেলানো সহজ কথা নয়। আচ্ছা, আদেরবায়োর কি হলো? সারাক্ষণ বড় বড় কথা বলা এই ব্যাটার নামের পাশে মাত্র ৬ গোল কেন? সিটির ডিফেন্স মোটামুটি একটা কৌতুকের বিষয় হয়ে যাচ্ছে। প্রায়ই দেখি ৪-৩ গোলে জিতে বা ৩-৩ গোলে ড্র করে। এত ভাল একটা টিম নিয়ে ৩/৪ গোল দেয়া খুবই প্রত্যাশিত কিন্তু সাথে সাথে ৩/৪ গোল খাওয়া মোটেই এক্সেপ্ট করা যায়না। কোলো টুরে আর লেসকটের জুটি ক্রমাগত ডাব্বা মেরেই যাচ্ছে।

লিভারপুলের কথা আর কিছু বললাম না। বুকের ক্ষত আর বাড়াতে চাইনা। গতবারের মত এবারও রেলিগেশন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.