আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় ডোমেইন



ডোমেইন নেম নিয়ে যে কত কাহিনী তা প্রত্যেক ওয়েব ডেভলপারই ভাল করে জানে । সাধারণ ব্যবহারকারীরাও ঘটনা আচ করতে পারে । কারটা কত ভাল , কারটা কত ছোট সেই প্রতিযোগিতা থামবার নয় । আজকের এই টিউন পৃথিবীর সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় ডোমেইন নিয়ে । সবচেয়ে বড় ডোমেইন প্রথমেই বলে নেই সবচেয়ে বড় ডোমেন এর কথা ।

ডোমেইন এর নিয়ন্ত্রক সংস্থার নিয়মে সর্বোচ্চ ৬৪-এর বেশী অক্ষর ডোমেইনে থাকতে পারবেনা (অর্থাৎ .com বা .net ইত্যাদি এবং www ছাড়া ৬৪ অক্ষর)। কিন্তু আমার হালকা রিসা্র্চে এত বড় কোন নাম পাইনি (রিসা্র্চ কিছুই না খালি গুগল সার্চ দিলাম) । কিন্তু যেগুলো পেয়েছি সেটাগুলোও কম নয় , ৬৩ অক্ষরের ! www ও com সহ মোটে ৬৯ অক্ষর , ছোটইতো ! Click This Link Click This Link Click This Link Click This Link *(এখানে প্রথম 3 হল সাব ডোমেন) প্রথমটার নামটা যদি পরে থাকতে পারেন তাহলে আর বলতে হবে না যে এটা বিশ্বের লম্বা সব কিছুর লিষ্ট । সাইটটিতে মজার অনেক কিছু পাবেন । সময় পেলে একবার ঢু মেরে আসেন ।

সবচেয়ে ছোট ডোমেইন ডোমেইন এর নিয়ন্ত্রক সংস্থার নিয়মে সর্বনিম্ন ২ অক্ষরের ডোমেইন থাকতে পারবে (অর্থাৎ .com বা .net ইত্যাদি এবং www ছাড়া ২ অক্ষর) । কিন্তু অবাক করার মত বিষয় ১ অক্ষরের ডোমেইনও পৃথিবীতে আছে । এর সবচেয়ে ভাল উদাহরন পে-পালের x.com । কিন্তু এটা হল কিভাবে ? ঘটনা ১৯৯৩ সালের , IANA (এখনকার ICANN) সীদ্ধান্ত নিল এক অক্ষরের ডোমেন নেম দেয়া হবে না। কিন্তু তার আগের এক অক্ষরের ডোমেন নিয়ে রেখেছিল কিছু প্রতিষ্ঠান ।

সেগুলো আর বাতিল করা হয়নি। নিচে দেয়া হল এইসব ডোমেন তৎকালীন ও বর্তমান মালিকদের নাম । ডোমেইন ১৯৯৩ এর মালিক বর্তমান মালিক i.net INet Solutions Ltd Future Media Architects q.com JG Qwest q.net Privately owned Privately owned x.com Weinstein & DePaolis PayPal x.org The Open Group X Window community z.com HomePage.com Nissan Motors (*সূত্র: http://en.wikipedia.org) কয়েকদিন আগে শোনা গিয়েছিল এক অক্ষরের ডোমেন দেয়া আবার চালু হতে পারে । তাছাড়া সিংগাপুরের কান্ট্রি ডোমেইনেও নাকি এক অক্ষরের ডোমেইন দেয়া হয় । যেমন a.sg অথবা a.com.sg ইত্যাদি ।

শেষ করার আগে একটা ছোট কথা, এখন আমারও আছে পৃথিবীর সবচেয়ে বড় ডোমেইন । সময় থাকলে দেখে আসুন Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.