“স্বাধীনতা প্রজন্ম চত্বর” এর শত্রু এবং জামায়াত-শিবিরের মদদদাতা এই সামহোয়্যার ইন এর ব্লগিং চালু রাখা আর জামাতকে বাংলার বুকে রাজনীতি করতে দেয়া একই জিনিস । তাই বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধ সমুন্ন্যত রাখতে এই ব্লগ সাইটটি বন্ধ করা অতীব জরুরি এবং সেটি যদি না করা হয় তাহলে আগামি শুক্রবার সন্ধায় একটি করে মোমবাতি জালিয়ে আবার আমরা বেলুন আকাশের দিকে উড়াইয়া দিব যেখানে লিখা থাকবে “সামু বন্ধ হোক”
এইরুপ কোন ধরনের ঘোষণা যদি “প্রজন্ম চত্বর” থেকে আগামী কোন একদিন আসে তাহলে প্লিজ অবাক হবেন না বরং ওয়াদা করেন শোকর করবেন যে তারা “ফেইসবুক” বন্ধ করার ঘোষণা বা হুমকি দেয় নাই এই জন্য।
আজকে এ বলে কালকে ও বলে সবার মুখে একই কথা সামহোয়্যার ইন বন্ধ কইরা দাও তাইলেই স্বাধীনতার সমস্ত বিপক্ষ শক্তি শেষ হয়ে যাবে আর চিন্তা নাই। আররে ভাই আপনাদের কাজ হইল দলীয় প্রপাগান্ডা চালাবেন তাই কেউ এইখান থেইকা বের হয়ে “বানালেন আমু আর কেউ সোনা” আবার এদেরকে ব্যাক আপ দিতে বানালেন আরও কিছু ব্লগ। তাতে এই সামুর কি করার আছে ?
তবে সামুর যেই বড় ভুলটি সেটি হল সে আসলে ইমরান এইচ সরকার সাহেব যিনি এই আন্দোলনের সর্বাধিনায়ক তাকে এই খানে ব্লগিং করার জন্য ডাকেন নি এবং তার সার্টিফিকেট ছাড়া বরমান দিনে কোন ব্লগই ব্লগ না আর কোন ব্লগারই ব্লগার না সেটি কি জানেন না আমাদের মোডারেটর? তবে যেহেতু তিনি ব্যাস্ত রাজনীতি নিয়ে তাই এই কাজের জন্য অমি রহমান পিয়ালের সাথেও যোগাযোগ করা যেতে পারে।
আজকে আমি তো এরকম না করে হলেও ত্রিশজন ব্লগার বা এক্তিভিস্টকে চিনি যারা দিন রাত কামলা খেতে যাচ্ছেন (দুঃখিত কামলা শব্দটির জন্য) দেশের তরে,যারা প্রায় সবাই চাকুরী বা পড়ালিখা করেন। সকালে ক্লাস বা অফিস বিকালে শাহবাগ আর রাতে ফেইসবুক বা ব্লগ। প্রথমেতো এরা পেল না নিরাপত্তা যদিও তাদের আমার বিশ্বাস দরকারও নেই যেহেতু তারা লিখেন মানুষের কথা আর স্বাধীনতার কথা আওয়ামীলীগের কথা না তাই মাইর খাওয়ার সম্ভাবনা নাই, আর এখন কি তাদের ব্লগার পরিচয়তাও কেড়ে নেয়া হবে?
সুতরাং এখন দেখা যাচ্ছে শেষ পর্যন্ত মানে এই প্রজন্ম চত্বরের শেষ দিন অবদি অনেক ব্লগার এবং ব্লগ বিলীন হয়ে যাবে এই লিস্ট থেকে শুধুমাত্র রেজিস্ট্রেশন না করার কারনে আর এমন অনেকের অভিষেক হবে যারা সুন্দর করে রেজিস্ত্রশন করেছেন বলে।
সো সিরিয়াস কথায় আসি এখন অবস্থা কল্পে আমাদের চিন্তা করতে হবে আসলে আমরা কোনদিকে যাব। সামু কি এখন ভাবছে যে কোন রকম সমালোচনার পোস্ট নির্বাচিত পাতায় অবস্থান করাবে না “প্রজন্ম চত্বর” এর।
যদিয়ও হয় সেটি সত্যি এবং যৌক্তিক? এবং এতে করে কি তারা আমাদের ব্লগের উপরকার যেই হিংসামি বা ষড়যন্ত্র সেটি বন্ধ করে দিবে ? না মোটেও না।
দেখুন নিয়মিত বিরতিতে নির্বাচিত পাতায় লিখা আসতো দেখে ভাল লাগতো আসলে এটি একটি সংকেত যে হয়ত আমি ভাল লিখেছি কিন্তু শেষ প্রায় পনেরটা পোস্টে এরকম কোন ঘটনা ঘটছে না কেননা আমার লিখায় সবসময় আমি তুলে ধরেছি গত প্রায় ১২ দিনের আন্দোলনের প্রশ্নবিদ্ধ ঘটনাগুলি এবং প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তগুলী। সুতরাং এরুপ রিস্ক অন্তত এইমুহুরতে নিবে না সামু । তবে তাই বলে কি সত্য থেকে হটে আসব না এটি তো সামু আমাকে শেখায় নি।
যাই হোক কোন কস্ট নেই কেননা এরুপ আচরণ করে হলেও যদি সামু তার অস্তিত্ব বজায় রাখতে পারে তাহলে কোন কস্টই কস্ট না।
কিন্তু এভাবে পারা সম্ভব না। এরা আরও চেপে ধরবে তাই সময় এসেছে আমাদের ব্লগারদের প্রতিবাদের । সামু একা নয় আমরাও আছি । প্রতিটি নিক থেকে যদি একটি করে পোস্ট আসে এই চক্রান্তের বিরুদ্ধে আর যদি সেইগুলী একাধারে ফেইসবুকে শেয়ার করা হয় আমার বিশ্বাস হতে পারে “ফেইসবুক” হ্যাং হয়ে যাবে মিনিট কয়েকের জন্য।
উদ্যোগ নিন,শিগ্রই উদ্যোগ নিন।
জবাব দিন কঠিন ভাষায়। সামু অবিনশ্বর। উই উইল কাম ব্যাক স্ট্রং ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।