আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শীর্ষ স্থান অধিকারী তিন শিক্ষার্থীকে ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী



প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকারী তিন শিক্ষার্থীকে ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট দেওয়া হবে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলে পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। " মঙ্গলবার দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

এতে প্রথম হয়েছে নরসিংদীর সাদিয়া শিকদার। দ্বিতীয় হয়েছে ঝিনাইদহের দীপান্বীতা তিথি এবং তৃতীয় হয়েছে টাঙ্গাইলের হাসিন তানভীর। মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে সেরা স্কুল, শিক্ষক, কর্মকর্তাসহ নানা বিভাগে ৪২ জনকে পদক দেওয়া হবে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন সচিবালয়ে ফলাফল ঘোষণার সময় জানান, এবারের ফলাফলে সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হবে। এছাড়া মেধা তালিকায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোকে বিভাগীয় পর্যায়ে পুরস্কৃত করার পরিকল্পনাও রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক পর্যায়ের শিক্ষাদানে শিক্ষকদের আরো দক্ষ করে তুলতে বিদেশে প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে। ::সুত্র বিডিনিউজ::

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.