আমাদের কথা খুঁজে নিন

   

‘দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে’

বৃহস্পতিবার ঝিনাইদহে দলটির কর্মীসভায় সাবেক এ মন্ত্রী বলেন, এ অবস্থায় দেশ চলতে পারে না।
আওয়ামী লীগ আমলে দেশে ‘জঙ্গিবাদের’ উত্থান হয়েছিল উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিএনপি সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও গোপন রাজনীতিতে বিশ্বাস করে না।
সকালে শহরের প্রিয়া সিনেমা হলে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মসিউর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় তরিকুল ইসলাম আরো বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে না। শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন মামা বাড়ির আবদারের মতো।

প্রেসিডেন্ট এবং স্পিকারও দলীয় লোক, তাদের অধীনেও কোন নির্বাচন নয়।
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন গড়ে তুলে এ সরকারকে বিদায় জানানোর জন্য দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তরিকুল।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেন, দেশের মানুষের কল্যাণের জন্য এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। এ সরকারের আমলে দেশ দুর্নীতিতে ভরে গেছে। পুকুর চুরি নয়, সাগর চুরি চলছে।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক এমপি আব্দুল ওহাব, শহিদুজ্জামান বেল্টু, সহিদুল ইসলাম মাস্টার, আব্দুল মালেক, এম এ মজিদ প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.