http://www.facebook.com/Kobitar.Khata
বাংলাদেশের রাজনীতিকদের খারাফ বা ভাল দিক নিয়ে আলোচনা বা সমালোচনা করা কঠিন হয়ে পড়েছে। যেমন আমি যদি খালেদা জিয়ার কোন ভাল কাজ নিয়ে প্রসংশা করি তাহলে আমি বিএনপির দালাল বলে গালিগালাজ শুনতে হবে। আবার আমি হাসিনার কোন ভাল কাজ নিয়ে বললে আমাকে আওয়ামী লীগের দালাল বলে গালি দেওয়া হবে। আর গালি না শুনতে চাইলে বাধ্যতামূলক ভাবে এক জনের সুনাম করলে অন্যজনেরও সমান সুনাম করতে হবে। দুর্নাম করলেও অন্যজনেরও দুর্নাম করতে হবে।
আমার কথা হলো যখনই যে ভাল কাজ করবে তার প্রশংসা পাবে, খারাফ কাজ করলে সামালোচনা শুনবে। এটা করতে গিয়ে আমি তারেককে যদি দুর্নীতিবাজ বলি জয়কেও কেন বলতে হবে? আবার জয়কে যদি দুর্নীতিবাজ বলি তারেককেও কেন বলতে হবে? আমি শেখ মুজিবের ব্যপারে ভাল কথা বললে কেন আওয়ামী লীগার হয়ে যাবো? জিয়ার ব্যপারে ভাল কিছু বললে কেন বিএনপির লোক হয়ে যাবো?
এই মানসিকাত কেন? আমরা কি সাদাকে সাদা আর কালোকে কালো বলা শিখতে পারি না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।