আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ দল থেকে রাজু বাদ

বাংলাদেশ দলের প্রাথমিক তালিকায় না থাকায় রাজুর নাম গ্রহণ করেনি সাফ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ এই তথ্য জানিয়েছেন। রাজুকে দলে রাখতে না পারা প্রসঙ্গে ডি ক্রুইফ বলেন, “সাফের নিয়ম সম্পর্কে আমি ঠিক জানি না। তবে রাজুর মতো ফুটবলার আমার দলে প্রয়োজন ছিল। সে খুবই ভালো ফুটবলার।

তার পাসিং চমৎকার। ” বাংলাদেশ দলে আগেই একটি পরিবর্তন হয়েছে। কুঁচকির চোটের কারণে গোলরক্ষক শহীদুল আলম সোহেলের সাফ ফুটবল শেষ। তার জায়গায় সুযোগ পেয়েছেন জিয়াউর রহমান জিয়া। জিয়া প্রাথমিক দলেও ছিলেন।

সোহেল এখনও দলের সঙ্গে রয়েছেন। শুক্রবার দেশে ফিরে যাবেন তিনি। তার সঙ্গে ফিরে যাচ্ছেন রাজুও। বাংলাদেশ দল: বিপ্লব ভট্টাচার্য্য, মামুন খান, জিয়াউর রহমান জিয়া, নাসির চৌধুরী, আরিফুল ইসলাম, ওয়ালী ফয়সাল, আশরাফ মাহমুদ লিঙ্কন, রায়হানুল ইসলাম, আতিকুর রহমান মিশু, মামুনুল ইসলাম, জামাল ভূঁইয়া, ইমন বাবু, সোহেল রানা, মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন, মোবারক হোসেন, জাহিদ হাসান এমিলি, শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহমেদ ও ওয়াহেদ আহমেদ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.