স্বাধীন, সঠিক মত প্রকাশে বিশ্বাসী
ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নালিশ জানাবেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার একটি সেমিনারে বিচারপতি নজরুলের দেওয়া বক্তব্য ধরেই প্রতিমন্ত্রী রোববার তার সিদ্ধান্তের কথা জানান।
কামরুল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "তিনি (বিচারপতি নজরুল) একজন কর্মরত বিচারপতি হিসেবে সংসদ ও সংসদ সদস্যদের নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারেন না। তিনি সীমা লঙ্ঘন করেছেন। সরকারি আচরণবিধি লঙ্ঘন করেছেন।
"
এর বিরুদ্ধে আমি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যাবো, বলেন আইন প্রতিমন্ত্রী।
মানবাধিকার সংগঠন অধিকার'র আলোচনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম আইন প্রণয়নে সংসদ সদস্যদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।
কামরুলের অভিযোগ, বিচারপতি নজরুল ইসলাম আইন প্রণয়নের ক্ষেত্রে সাংসদদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রতিমন্ত্রী বলেন, "তিনি (বিচারপতি নজরুল) কোনো অবস্থাতে সংসদ ও সংসদ সদস্যদের বিষয়ে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। একজন সংসদ সদস্য হিসেবে তার ওই বক্তব্যে আমি সংক্ষুব্ধ।
"
এক্ষেত্রে কোনো সংসদ সদস্যকে দিয়ে অথবা স্পিকারের মাধ্যমেও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে যাওয়া যেতে পারে বলেও মত প্রকাশ করেন কামরুল।
এ জন্য সংসদে নিন্দা প্রস্তাবও আনা যেতে পারে, বলেন তিনি।
দায়িত্বরত একজন বিচারপতির বিরুদ্ধে এ বক্তব্য আদালত অবমাননা হবে কি না- জানতে চাওয়া হলে আইন প্রতিমন্ত্রী বলেন, "এতে আদালত অবমাননা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ সংসদ হচ্ছে সর্বোচ্চ ফোরাম। তিনি বা কেউ এর বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না।
"বরং সংসদের প্রণীত আইনের ব্যাখ্যা করে তিনি জীবিকা নির্বাহ করেন। এক্ষেত্রে কোনো ত্র"টি থাকলে তিনি তার রায়ে সে বিষয়ে উল্লেখ করতে পারেন। এভাবে প্রকাশ্যে তিনি বক্তব্য দিতে পারেন না। "
বিচারপতি নজরুল ইসলাম ২০০১ সাল থেকে হাইকোর্টে বিচারকের দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৫০ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।