উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
হরপ্পা সুন্দরীদের ফুলবাগিচায় উড়ছে লাক্স মোড়কের পাখি,
আকাশ সাদা হয়ে উঠছে,
শহরের বড় বড় বাড়িগুলির উপর বিলবোর্ডে ভেসে উঠছে আরো
কল্পনার রঙিন সেতুগুলো, বিবসনা
দূরের দিগন্তে শিশুদের মুখে লেগে থাকা দুধের অস্পষ্ট ছবি
ভেঙে পড়ছে মেঝেতে।
পালাচ্ছে সৌহার্দ্য, ছুটে আসছে কর্পোরেট টাই, উপর থেকে
নিচের দিকে তাকালে সিঁড়ির ধাপগুলো
অবিকল মাফলার ক্রেতার মুখের কাছে মুখ এগিয়ে দেয়,
আমি দেখি নিজের মুখ,
মেঝেতে ছড়িয়ে পড়ছে
মার্বেল। গভীর রাতে ঘুমের মধ্যে বৃষ্টি হয় অঝোরে।
দুমড়ানো কাঠের উপর পানির ফোটা,
দুইতিনটা বিস্রস্ত চুল, উড়ছে নেমপ্লেটে আমাদের বাহুবদ্ধ ভুল,
রুমাল থেকে উৎখাত হওয়া
বাঁকা হরফের লাজুক বকুলেরা ফিরতেছে বাড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।