পাতাল রেলের বন্ধ কূপেতে
তুমি আমি হই
প্রতিদিন মুখোমুখি
কথা কিছু মোটে হয়না তো বলা
সুনীল স্বপ্ন দিয়ে যায় মনে উঁকি ।
সাদা কালো আর বাদামী মানুষে
রেলটি যখন ভরে
তোমার লাজুক চাহনি আমাকে
কাঁপায় সুখের ঝড়ে ।
মাইল এন্ড এলে তুমি নেমে যাও
আমি যাই লেইটনে
তোমার মুখের ছবি আঁকি আমি
সারা দিন মনে মনে
তোমাকে দেখার জন্য আমি
উন্মুখ হয়ে থাকি
মন ও মননে প্রতিক্ষন যেন
তুমি করো ডাকাডাকি ।
(২)
তুমি এবং আমি ছিলেম
এবং ছিলো মুষলধারে বৃষ্টি
দেখলে তুমি বাহির পানে
আমার ছিলো তোমার দিকে দৃষ্টি
বাইরে ছিলো লাল নীল আর
হলুদ ডেফডিল
ঠিক সে সময় ফুলের সাথে
তোমার ছিলো দারুন রকম মিল
বল্লে তুমি এই বিকেলে -
ভালোবাসার কাব্য শোনাও কবি
কিন্তু আমি কি শোনাবো -
এক নিমিষে -ভুলেই গেলাম সবই
বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলা
আমার হলো কি -যে
মনে হলো -আমার লেখা
কাব্য তুমি নিজে ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।