তোমাকে দিয়েছি চিরজীবনের বর্ষা ঋতু; এখন আমার বর্ষাতে আর নেই অধিকার ।তবুও জলদমন্দ্রে কাঁপে যেহেতু, চোখ ঢেকে তাই মনে করি শুধু ক্ষনিক বিকার। আকাঙ্খা ছিলো তোমাকে সাজাবে বৃষ্টিকণা... দ্যাখো পৃথিবী জেগেছে জনতা বুকে রক্তের মশাল; দুচোখে ঘৃণা প্রতিশোধ স্পৃহা খুনির খুনে হবে লাল। ধর্মের ধ্বজা উড়িয়ে তোরা পালাবি কোথায় বল? শাহবাগ আজ বিপ্লব নদী পদ্মা-মেঘনার জল। কত কণ্ঠ রুদ্ধ করে বাঁচবি তোরা কসাই সেনার দল; একটা রাজিব ঘুমালে জাগবে শত রাজিবের দংগল। সময় ফুরালে পিপিলিকাও আশ্রয় নেয় আগুনে ফাঁসির মঞ্চ সজ্জিত হোক বিদ্রোহের এই ফাগুনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।