আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
বাংলাদেশে এখন একটি সুর উঠেছে , কি করে ৪৬ জন জোয়ান মারা গেল। যথাযত ভাবে যেভাবে এই বিষয়টি নিয়ে মানুষ আলোচনা করে বা করছে।
আপনি কিভাবে দেখছেন বা দেশের মানুষ কিভাবে দেখছে,
কিছু মানুষ বলছে বিদ্রোহের পর এসব হত্যা কান্ড একেবারে ঠিক আছে , তার মানে কি বিদ্রোহের পর সকল বি ডি আর কে এক সাথে করে ক্রস ফায়ার করা উচিৎ ছিল?
কিছু মানুষ বলছে বিদ্রোহের পর ৪৬ জন জোয়ান মারা যাওয়ার বিচার হওয়া উচিৎ, আসলে কি তদন্ত করা উচিৎ কেন বা কি করে মারা গেল?
কিছু মানুষ বলছে, আরও বেশী করে জোয়ান মেরে ফেলা উচিৎ ছিল কারন এ বিদ্রোহের বিচার কখনোই হবে না কারন সুপ্রিম কোটে`র সিদ্ধান্ত অনুযায়ী সেনা আইনে বিচার সম্ভব নয় তার মানে অন্য সব ঘটনার মত ঝুলে থাকা ছাড়া আর কোন উপায় নেই।
আমার মতামত বিদ্রোহের পর ৪৬ জন জোয়ান হত্যার সঠিক তদন্ত হওয়া উচিৎ তবে বি ডি আর বিদ্রোহের ও তদন্ত করে অবশ্যই দ্রুত বিচার শুরু করা উচিৎ।
আপনি এ বিষয়টি কিভাবে দেখছেন বা কি মনে করছেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।