আমাদের কথা খুঁজে নিন

   

পাপগদ্য: পরের বিজয় দিবস যেন না দেখে কোনো যুদ্ধাপরাধী...

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

১. সেদিন কান্না ছিলো। সন্তান হারা মায়ের কান্না,পিতা হারা ছোট ছেলে টার কান্না,ভাই হারা বোন কিংবা সদ্য বিধবার কান্না। সেদিন অনেক লাশ ছিলো। পথে পথে। মোড়ের শেষ প্রান্তে,যেখানে আড্ডায় মেতে থাকতো আপাতত কর্মহীন যুবকেরা।

আবার যারাই অস্ত্র হাতে নেমেছিলো হানাদার বধে। সেদিন আমার বোন টিরও লাশ ছিলো। হাজার বার মিনতি করেও যাকে পুড়তে হয়েছিলো নগ্ন আগুনে। আর সেদিন একটি পতাকা ছিলো। লাল সবুজ।

প্রাণের লাল,চেতনার সবুজ। ২. বিজয় দিবসে একটি কথা ভাবার প্রয়োজন আছে। আমরা কি আসলেই বিজয় পেয়েছি? বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের ছেলে পানি টানছেন চায়ের দোকানে। আর চিহ্নিত স্বাধীনতাবিরোধী রা স্বাধীনতাকে বুক পকেটে পুরে ঘরে গিয়ে মেতে উঠছে পরিহাসের হাসি তে। রিক্সার পেডাল চেপে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধে পরাজিত একজন নাম না জানা মুক্তিযোদ্ধা।

পাশ দিয়েই জোরে ছুটে গেলো একজন রাজাকারের গাড়ি। এমপি হবার সুবাদে গাড়িতে উড়ছে লাল সবুজ পতাকা। মোড়ে বসে হাত বাড়িয়ে মাথা নামিয়ে বসে আছেন গেরিলা যোদ্ধা। লাল সূর্য এসেছে থাকে পঙ্গু করে। আর ঢাকায় বাড়ি করছে,পল্টনে মিটিং করছে বদর বাহিনীর প্রধান রা।

আমরা কি আসলেই বিজয় পেয়েছি?? ৩. আমরা দিন দিন মানসিক দৈন্য হয়ে উঠছি। বিজয়ের মিনারে কার আগে ফুল দেব তাই নিয়ে মারামারি করছি। মাত্র কয়েকদিন আগে একসাথে বসে চা খেয়েছি,তার মাথা ফাটিয়েছি চরম আক্রোশে। অসুরের শক্তি নিয়ে ভেঙ্গে ফেলে দিয়েছি রুমের সব কিছু। পুরো একাডেমিক ওয়ার্ক ভরা হার্ডডিস্ক হারিয়ে ভাঙা মনিটরের উপর বসা ছেলে টার অসহায় দৃষ্টি দেখে হাসছি।

ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি,আবার স্বাধীন করেছি চুয়েট। আমাদের ক্ষমতা দরকার। স্বাধীনতা চুরি করে নিয়ে যাক পাকি উত্তরসূরি,আমরা শুধু নেতা হতে চাই। ৪. আর কিছু বলতে ভালো লাগছে না আজ। নাসতার পয়সা বাঁচিয়ে ফুল কিনেছি।

রুমে রেখে পঁচাতে নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।