নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
গত কয়েকদিন থেকে ইত্তেফাক ডট কম এ গেলে তাদের ইংরেজী পত্রিকা নিউ নেশন এর পেজ দেখায়। আমি ভাবলাম হয়তো মুল ইত্তেফাকের কোন সমস্যা তাই এখন আপাতত নিউ্নেশন এর ওয়েব সাইটে ফরওয়ার্ড করে রাখছে। যেহেতু ইত্তেফাক ডট কমে আমার বিজ্ঞাপন দেয়া আছে কাজেই আমার মাথা ব্যাথা আছে। আমি তাদের আইটি বিভাগে ফোন করে জানতে চাইলাম ভাই ঘটনা কি? তারা জানায় ইত্তেফাক ডট কম এখন ইত্তেফাক ডট কম ডট বিডি হয়েছে। আমি বললাম এই জিনিস টা কি ভিজিটরকে জানিয়েছেন? তারা বলে আমরা জানানোর চেষ্টা করছি। আমি বললাম চেষ্টা করার দরকার কি? কেউ ইত্তেফাক ডক কমে ঢুকলে তাকে ইত্তেফাক ডট কম ডট বিডিতে রিডাইরেক্ট করে দিলেই হয়, অথবা ইত্তেফাক ডট কম এ একটা নোটিশ দিলেই হয় যে ইত্তেফাক ডট কম এখন ইত্তেফাক ডট কম ডট বিডি।
ইত্তেফাক পত্রিকার আইটি টীমের উর্বর মস্তিস্কে এই সহজ জিনিসটিও নেই?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।