আমাদের কথা খুঁজে নিন

   

এমনে পায়জামা টাইনা, নিরাপত্তা দেওনের মানে কি ফেইসবুক?

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

গেল হপ্তায় অনেকেই ফেইসবুকে লগইন করতে গিয়া, পেজের মাথায় একটা স্টিকী পোষ্ট পাইছেন Facebook founder Mark Zuckerberg এর। মনে আছে নিশ্চয়ই। কয় জনায় পড়ছেন জানি না... নোটটা লাইক পাইছে হাজার হাজার। হ ভাই ঠিকই পড়ছেন। হাজার হাজার।

আমি অধম ১ বছর ধইরা ফেইসবুকে মোট ৬৯টা নোট লেখছি। এক্টাও স্টিকী হয় নাই। লেখতে লেখতে কলম ভাইঙ্গা ফেলাইছি...। থুক্কু কীবোর্ডের বুতামগুলার লেখা উঠায়া ফেলাইছি। সব মিলায়া মোটে কয়েকশ লাইক পাইছি।

আর এই ব্যাটা মার্ক কি যে ছাইপাশ লিখল..সহস্র লাইক পায়া গেল?! বাই দা বাই, আগেই বইলা নেই। লেখক হিসাবে আমি অতি নিচু শ্রেণীর। সবাই লিখতে বসলে, নিজেরে আলাদা উচ্চতায় রাইখা লেখে। নিরপেক্ষ থাকার ভান ধরে। কেউ নিজের লেখক স্বত্তাকে পন্ডিত সাজায়, কেউ সাজায় নিষ্পাপ শিশুর মত।

আমি নিজেরে সেরম কিছু ভাবি না। আমি হিংসুক। ঝামেলা পিপাসু (মানে ঝামেলা পাকাইতে ভাল পাই)। অসহিষ্ণু গোঁয়ার। সুতরাং ফেইসবুক কো-ফাউন্ডার মার্কের লেখারে আমি খুউবি ঈর্ষা করলাম।

দুইটা ইংরাজী জানে বইলা ব্যাটা সহস্রাধিক লাইক কামায়া নিল? অবশ্য আরো কারন আছে, মার্ক হইল one of The World's Most Influential People of 2008। পোলা কিন্তু হাভার্ডের ড্রপ আউট(ড্রপাউট শব্দটাকে আমি পলাতক বলতে পছন করি)। বুইঝেন। ২০০৪ এ শুরু করছে ফেইসবুক। ২০০৪ এ মাত্র ১.৬% শেয়ার বেচছে মাইক্রোসফটের কাছে ২৪০মিলিয়ন ডলারে।

ডিসেম্বর ২০০৯ এ তাদের মোট ইউজার ৩৫০মিলিয়ন। অবশ্য এর মইদ্দে অনেকে মরছে, অনেকের একাউন্ট মরছে, আবার অনেকের ২/৩ একাউন্ট আছে। আমার কিন্তু ১টাই একাউন্ট। ফেইসবুকের কোথাও বাঙ্গালের আর কোন শাখা নাই। ও আরেকটা কাহিনী, ২০০৭ এ মার্কের কিছু হাভার্ড বন্ধু কেইস কইরা দেয় যে, মার্ক যখন তাদের 'কেনেক্ট ইউ' নামের কম্পানিতে কাজ করত, সেখান থেকে নাকি সে তাগ আইডিয়া মাইরা দিছে পরে ফেইসবুকে।

বন্ধু বেঈমান। পরে কেইসটা রফা করতে ৬৫মিলিয়ন ডলার দিতে হইছে মার্কের। সূত্রঃ ইউকিপিডিয়া যাউজ্ঞা, কোটি, মিলিয়ন, বিলিয়নের হিসাব আমি কম বুঝি। কারন শুন্য বেশী। আমার কাছে সবচে গুরুত্বপূর্ণ হইলাম আমি নিজে।

ফেইসবুকের নয়া সিকুরিটি অপশন চালু করার সময় এরা একটা ইতরামি করছে। এরা সব পার্সোনাল ইনফো ওপেন কইরা দিছে। মানে আপ্নে যে কারো এলবাম দেখতে পারবেন। দোস্ত হওয়া লাগপ না। আমি গেল হপ্তায় ব্যস্ত থাকায় প্রাইভেসি সেট করতে পারি নাই।

পরশু দেখি আমার সব এলবাম ওপেনটু এভ্রিওয়ান! একটু খুচায়া দেখি, অনেক মেয়ের প্রফাইলের পিকে টুক্কা দিলে সোজা প্রফাইল পিকচারের এলবামে ঢুইকা যাইতেছে। "ফেইসবুক এইটা তুমি দেখাইলা কার ছবি, আর আমারে বানাইলা কবি? যাইহোক, বিয়া কইরা সুখেই থাইকো তুমি বান্দুবী" ব্যাপারটা অনেকেই খেয়াল করছেন। তারপরেও ধরায়া দিলাম। পেজের মাথায় Setting>Privacy Setting> Profile Info তে গিয়া মাল-সামাল সামলান। আর পোষ্টে লাইক আন-লাইক আপনের ইচ্ছা।

---------------------------------------------------------------------------- বাঙ্গালের বিজয় দিবসের লেখাঃ পনরই আগস্টের খুনের বিচারঃ জলপাই ট্যাঙ্কের পিঠে গণতন্ত্র আজই হকারকে বলুন! হকারের ছবি নিচে... হাহা! Facebook founder Mark Zuckerberg

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.