আমাদের কথা খুঁজে নিন

   

আউটলুক ২০০৭ এক টেকি হেল্প চাহিয়া পোস্ট

শুধুই দেখি...

আমাদের মেইল সার্ভারটা ফেডোরা কোর-১০ তে কনফিগার করা। ক্লায়েন্ট ও এস হচ্ছে এক্সপি। আমার উর্ধতন কর্ত্বপক্ষের একজন চাচ্ছে মাইক্রোসফট অফিস ২০০৭, আউটলুক ২০০৭ এর ক্যালেন্ডারটা শেয়ারিং করতে। এজন্য আমি আউটলুক ২০০৭ এর হেল্প-ফাইলগুলো পড়লাম। ওখানে সবই বিস্তারিত দেয়া আছে কীভাবে ওটা করতে হবে।

সমস্যা হলো, ওখানে মাইক্রোসফট এক্সচেন্জ সার্ভারে কীভাবে করতে হবে বলা আছে ঐ ভিত্তিতে। আর, আমরা এখানে ইউজ করতেছি, লিনাক্সের মেইল সার্ভার। এটার কেলেন্ডার শেয়ারিংটা কোনো ভাবেই হচ্ছে না। এমনকি এই কারণে, আমি আউট-অব-অফিস এই মেসেজটাও সেটাপ করতে পারছি না। আপনাদের কারো যদি এবিষয়ে কোনো এক্সপেরিয়ন্স থাকলে, একটু হেল্প করা যায় কী? কোনো থার্ড-পার্টি সফটওয়ার দিয়েও যদি এটা করা যায়.....তাহলে প্লীজ শেয়ার।

থ্যান্কস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.