আমাদের কথা খুঁজে নিন

   

যাহাই নতুন তাহাই পুরানো

benjinkhan06@yahoo.com

ভাবনামা : ৪ একদা কবি নজরুলকে নিয়া লিখিতে বসিয়াছিলাম। লিখিবার নিমিত্তে নতুন করিয়া নজরুলকে গলধকরণ করিলাম। আর বিপত্তিটা ঠিক তখনই ঘটিল। আত্মস্থ করিলাম-- আমি যাহা কহিয়া থাকি তাহা নজরুলের নখসম হয় না। তৎক্ষণাৎ সবই ধুলিসাৎ করিয়া দিলাম।

লেখমালা ছিঁড়িয়া ফেলিলাম। আর যাহা শেষ পর্যন্ত লিখিয়া ছিলাম, তাহা হইল নিম্নরূপ : লিখতে বসে ছিঁড়েছি সব লিখব না আর কিছু সবই বলা যখন হয়ে গেছে, তখন ঘোলায়ে লাভ কি বল! বরং ভাল- পুরানো সব নতুন করে জানা নতুন করে জানানো সব পুরানো বলা কথা। যে পুরানো পুরানো না চীর দিন-ই নতুন নতুন শুধু ব্যাখ্যা দিচ্ছে পুরানো সব কিছু লিখিতে বসে ছিঁড়েছি তাই- লিখব না আর কিছু। আর তৎক্ষণাৎ-ই যাহা উপলব্ধি হইল তাহার বর্ণনা নিম্নরূপ: এখন আর ব্যাখ্যা নয় দরকার শুধু কাজ, কাজের নিমিত্যে ব্যাখ্যা চাই ব্যাখ্যার নিমিত্যে নয়। বিগত যাবত ধারনা ছিল শিখে মানুষ (কাজ) করে বর্তমানে জ্ঞান হল (মানুষ) করতে করতে শেখে।

বই গর্ভে সৃষ্ট হয় (নিষ্ফল) পণ্ডিত সবাই, কাজ মধ্যে জন্ম হয় শ্রষ্ঠা জ্ঞানময়। গতকালের ভাবনা ছিল ধর্ম-ই কর্ম, হালকালের জ্ঞান হল কর্ম-ই ধর্ম। ১৭ সেপ্টেম্বর ০৯, যশোর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।