আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ২০

১৫ ফেব্রুয়ারি, ২০১৩: # সাড়ে সাত কোটি বাঙালির সবাই মুক্তিযুদ্ধ করেনি একাত্তরে। সব মিলে মুক্তিযোদ্ধা ছিলেন দেড় লক্ষের কিছু বেশি। আরেক রকম মুক্তিযুদ্ধই চলছে এই তেরতেও। এবং তেরতেও ষোলো কোটি বাঙালির দরকার হবে না। তাই কেউকে শাহবাগ বা অন্য যেকোনো প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করতে যেতে বলি না।

ব্লগ-ফেসবুকে আহবানও জানাই না। যার যাওয়ার সে এই দেশটার টানেই যাবে। পূর্বপুরুষের করোটি তাকে দুয়ার বন্ধ করে থাকতে দেবে না। মাঝ দুপুরের প্রখর রোদে বা মাঝ রাতের নিরবতা ভেঙে সে গর্জন তুলবেই। এই গর্জন স্টেনগানের গুলির শব্দ থেকে কম জোরালো না।

রাইফেল থেকে কম লক্ষ্যভেদীও না। পুনশ্চ: কারো কথায়, কারো বেঁধে দেওয়া সময়ের সীমাবদ্ধতায় এই আন্দোলন থেমে যাবে না আশা করি। ইতিহাস বলে, বাঙালির যুদ্ধ জিততে যুদ্ধবিরতির প্রয়োজন পড়েনি। ১৬ ফেব্রুয়ারি, ২০১৩: # গতকাল ব্লগার, সহযোদ্ধা @[724535829: থাবা বাবা] (রাজীব হায়দার)কে জবাই করে হত্যা করে বাড়ি সামনে ফেলে রেখে গেছে জামাত-শিবির। হত্যার কিছু তথ্য-প্রমান মিলেছে আমার সোনারবাংলা ব্লগের কিছু পোষ্টে।

কোনোদিন চাইনি আইনের বাইরে কারো বিচার হোক, এক মানুষের হাতে আরেকজন আহত হোক। লেখার জবাব লেখা দিয়ে না দিতে পেরে যারা অস্ত্রকে বেছে নেয় তাদের মত কীটের সাথে আর কম্প্রোমাইজ না। রক্তের হিসাব এবার রক্ত দিয়ে বুঝে নেবার পালা। লক্ষ মানুষের শাহবাগে মৌন সংহতি প্রকাশের দিন শেষ। লিফটম্যান জাফরের পর এই যুদ্ধে দ্বিতীয় শহীদের নাম রাজীব হায়দার।

কাউন্টডাউন শুরু হয়েছে। আগামীকাল আমি-আপনি চোরাগোপ্তা হামলায় খুন হবো না, এ নিশ্চয়তা কে দেবে? # মহাত্মা গান্ধির মত অসহিংস আন্দোলন না করে, মৌন সংহতি প্রকাশ না করে আজকেই শাহবাগের সব মানুষকে নিয়ে ঢাকার যত জামাত-শিবিরের প্রতিষ্ঠান আছে সব ভাঙা শুরু হোক, রাজীব হায়দারের খুনের বিচার হোক গোটা দশেক জামাত-শিবিরের নেতাকে গনপিটুনি দিয়ে মেরে। নিশ্চিত বলছি, আর কোনো সহযোদ্ধা ব্লগারকে একটা পাপড়ির টোকা দিতেও তখন দু'বার ভাববে জামাত-শিবির। সরকারকে জামাত-শিবির নিষিদ্ধের জন্য আজই সময় বেঁধে দিতে হবে। আর আইন আদালত না, @[724535829: থাবা বাবা] হত্যার বিচার হোক গন মানুষের আদালতে।

# নাস্তিক শব্দটা দিয়ে যদি মানুষ বিবেচনা করেন তার মানে আপনি আপনার ধর্ম ছাড়া বাকি সব ধর্মের প্রতি অসহিষ্ণু, এ কথাটা বলে দিতে হয় না। একজন নাস্তিক, যে আপনার ধর্ম মানে না আর একজন অন্য ধর্মাবলম্বী, সেও আপনার ধর্ম মানে না; দু'জনের মাঝে খুব বেশি পার্থক্য আছে বলে মনে করি না। মনে করেন, এক বৌদ্ধ ধর্মাবলম্বী যদি বলে রাজীব হায়দার গৌতম বুদ্ধকে স্বীকার করেনি তাই মুসলিম হোক আর নাস্তিক হোক তার হত্যার বিচার চাইলেও লোকটাকে আমি ঘৃণা করি। মানুষকে যারা এরকম ধর্মের ভিত্তিতে শ্রেণীবিভাগ করেণ তারা দয়া করে আমাকে আনফ্রেন্ড করে ভাগেন। আমি অন্য পরিবেশে মানুষ।

আমার প্রচন্ড রকমের ধার্মিক মা-বাপি আমাকে অসংখ্যবার বলেছে, 'রণি, আগে যথেষ্ট মানবিক গুনসম্পন্ন মানুষ হতে হবে, তারপর ধর্ম'। ধর্ম নিয়ে আমার একবিন্দু অ্যালার্জি না থাকলেও যারা সামান্য মানবিকতার আগে ধর্মকে টেনে আনে, রাজীব হায়দার নাস্তিক বা আস্তিক তার পার্থক্য করে মৃত্যুর সাথে সাথেই তার জানাজা বৈধ হবে নাকি হবে না তার হিশেব করতে বসে, তাদের নিয়ে আমার যথেষ্টই অ্যালার্জি আছে। # আস্তিক না ওরা নাস্তিক? ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা'র! # কার জানাজা বৈধ হবে? খুন-গনহত্যা-ধর্ষণকারী ধার্মিক আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী অথবা গোলাম আজমের? নাকি দেশের জন্য আন্দোলন করা নাস্তিক @[724535829: থাবা বাবা]র? # কবি আল মাহমুদকে চরম ঘৃণা করি। তার নামের আগে 'ব'-বর্গীয় ধ্বনি ব্যবহার করতে দু'বার ভাবি না। গায়ক হায়দার হোসেন এখন পর্যন্ত আমার কাছে দু'মুখো সাপ বৈ কিছু না।

১৭ ফেব্রুয়ারি, ২০১৩: # শান্তিপূর্ণ এবং অসহিংস ভাবে অনবরত ১২ দিন টানা ২৪ ঘন্টা চলেছে এরকম গণ আন্দোলনের নজির আর কোথায়, কোন দেশে, কবে হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর বাদে? # চব্বিশ বছর ধরে রাজাকারের সাথে একই অক্সিজেন শেয়ার করে, জামাত-শিবিরের তৈরি নষ্ট পরিবেশে থেকে অসুস্থ ফুঁসফুস অবশেষে বিদ্রোহ করে বসেছে। রাজপথে নেমেছি শুধু এক ফুঁসফুস বিশুদ্ধ অক্সিজেনের জন্য। # খুলনায় রাজাকারের নামে নামকরণ করা 'খান-এ-সবুর রোড' এখনও কিভাবে ওই নামে আছে? ঢাকা ভার্সিটিতে উর্দু নামে ডিপার্টমেন্টটা কিভাবে এখনও টিকে আছে? বদলে দাও, বদলে যাও। # ১। আমাদের বেকায়দায় ফেলার জন্য জামাতের পতিতা ভাড়া করার দরকার কী? দেশের সবচেয়ে বড় পতিত তো জামাত-শিবিরই।

শাহবাগে আয়। আমার ধারণা তোদের খুশি করতে অনেকেই স্বেচ্ছায় হোমোসেক্সুয়াল হতে দু'বার ভাববে না! ২। গোলাম আজমের সাক্ষী দিতে আজ বারো জন সাক্ষীর মধ্যে শুধু তার ছেলেই এসেছে। আর কেউ আসেনি। বুক ভর্তি ঘৃণা তৈরি হচ্ছে।

আন্দোলনের অর্জন এগুলোই। ৩। ইতিহাস বলে এদেশের প্রায় সব যুদ্ধেই মীরজাফর-রাজাকারেরা থেকেছে। ২০১৩ তেও মাহমুদুর-আসিফ নজরুল-পিয়াস করিমের মাঝে রাজাকারদের খুঁজে পাচ্ছি। এদের বিচারও হবে।

পরবর্তী প্রজন্ম করবে এই বিচার। ৪। কবীর সুমন রাজীব হায়দারকে নিয়েও গান বেঁধেছেন। সেদিন শুনলাম, উনি বাংলাদেশের নাগরিকত্বও চেয়েছেন। মানুষটার উপর শ্রদ্ধা বাড়ছে।

প্রিয় কবীর সুমন, আমরা যেমন জর্জ হ্যারিসনকে বুকে স্থান দিয়েছি নিশ্চিত থাকুন ঠিক তেমনি পরবর্তী প্রজন্ম আপনাকে ওই জায়গাতেই রাখবে। ১৮ ফেব্রুয়ারি, ২০১৩: # চট্টগ্রাম বা রাজশাহী না, টিভিতে দেখে বুঝতে পারছি বাংলাদেশের সবচেয়ে বড় জামাত-শিবিরের ঘাঁটি সিলেটে। গতকাল অর্ধবেলা হরতালেও টায়ার পোড়ানো আর টুকটাক পিকেটিং হয়েছে সিলেটে। তার আগের দিন গণজাগরণ মঞ্চেও হয়েছে শিবিরের হামলা। আজ সকালেও ৭১ টিভিতে দেখছি বাংলাদেশের অন্য যেকোনো জায়গার থেকে সিলেটে আজ জোরদার হরতাল হচ্ছে।

অন্যখানে মানুষ স্বতস্ফূর্ত ভাবে বের হলেও ৩৬০ আউলিয়ার শহর সিলেটে হরতাল প্রতিরোধ সেভাবে সম্ভব হচ্ছে না। রংপুরেও জামাত-শিবিরের যথেষ্ট প্রতাপ দেখলাম। স্বাধীনতার বিয়াল্লিশ বছর পরেও এই দেশে স্বাধীনতা বিরোধীদের এখনও এতও প্রভাব! সত্যিই সেলুকাস! # কই সুশীলরা কই? কই পেজগুলো কই? কার্টুনিস্ট এবং ব্লগার তরিকুল ইসলাম শান্তর ধর্মবিশ্বাস খুঁজে বের করেন। তার জানাজা জায়েজ না নাজায়েজ হবে সেই হিশেবে বসে যান। তার আঁকা কার্টুন কাকে কাকে আঘাত দিয়েছে তারা হাত তুলে ধরেন।

তাকে ঠিক কী কী কারণে শহীদ বললে গুনাহ হবে তা বের করেন। পোষ্টমর্টেম রুমে ঢুকার আগে আপনারা কাঁটাছেড়া করে নেন। তারপর দেখা যাক! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.