তিনি চিরবিদায় নিয়েছেন। কমরেড বরুণ রায়। প্রসূন কান্তি রায়।
চলে গেছেন চিরতরে। চলে গেছে তাঁর দেহ।
বলতে পারি লোকান্তরিত হয়েছেন। না, কোন মোহ , কোন চাওয়া ছিল না
এই রজনীতিবিদের । থাকতেন নিজ ভূমি সুনামগন্জে। থাকতেন মানুষের
সাথে। শ্রমজীবি মানুষেরা ছিলেন তাঁর চিরসাথী ।
এই মানুষের জন্যই তিনি
রাজনীতি করেছেন আজীবন।
বাংলাদেশের রাজনীতিতে আইকন হিসেবেই থেকে যাবেন এই কমরেড।
খুব গর্ব করে বলি , যদি এই রাজনীতিকের মতো হতে পারতেন বাংলাদেশের সকল রাজনীতিবিদরা - তাহলে বাংলদেশ ভিন্নরূপে দাঁড়াতো
বিশ্ব অংগনে ।
আপনাকে সশ্রদ্ধ সালাম , প্রিয় কমরেড ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।