সময়ের প্রয়োজন
গ্রামীণ ফোনের বিরুদ্ধে লিখে গণ মাইনাস খাইলাম (৫+ ,১৭-). আপত্তি নাই। আমার পোষ্ট এবং বিজ্ঞজনের মন্তব্য নিয়েই তো ব্লগ।
এবার যে ৫ জন + দিয়েছেন তাদের উদ্দেশ্য এই পোষ্ট।
সবচেয়ে বেশী কলরেটের প্রোভাইডার হচ্ছে গ্রামীণ ফোন। (সামিয়ক অফার বাদ দিলে জিপি-জিপি ১.৭২৫ অন্য অপারেটরে ২.৩০) ।
অন্যান্য অপারেটরের ক্ষেত্রে এই খরচ গড়ে ১.০২ টাকা যে কোন মোবাইলে। কিন্তু বেশীরভাগ গ্রাহক গ্রামীনের হওয়ার কারণে গ্রামীণ ছাড়া অন্য সিম ব্যবহার করলে গ্রামীণ ব্যবহারকারী বন্ধু বান্ধব কল করলে তাদের বেশী খরচ হয়। এই সমস্যা থেকে রেহাই পেতে আমি ডবল সিম সেট ইউজ করি। গ্রামীণ রিসিভের জন্য অন্য সিম কল করার জন্য। ইহাতে আমার মাসিক মোবাইল খরচ ৮৫০ থেকে ৫৫০ নেমেছ।
এছাড়াও লক্ষ্য করবেন:
১. পত্রিকায় মোবাইলের বিজ্ঞাপনের সবচেয়ে ছোট ফন্টের লেখাটি গ্রাহকের জন্য সবচেয়ে বেশীগুরুত্বপূর্ণ
২.এসএসএমে প্রাপ্ত অফার পত্রিকায় বিস্তারিত না দেখে গ্রহণ না করলে বিপদের সম্ভাবনা।
৩. বিজ্ঞাপনের ভাষাটা ভালভাবে বুঝে নিতে হবে।
মনে রাখবেন মোবাইল অপারেটর দের বেশী টাকা দিলে দেশের উন্নতি হবেনা।
এই টাকা দেশের উন্নয়নে, দুস্থদের সাহায্যে ব্যয় করুন।
আরো জানতে Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।