আসসালামু আলাইকুম টেকটিউনস এর সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।
টিউনস করারএকান্ত ইচ্ছে থাকা সত্ত্বে ও সময়ের অভাবে টিউনস করতে পারিনা।
তাই আজ অনেক দিন পরে ছুট্ট একটি টিউনস নিয়ে হাজির হলাম।
আপনাদের মোবাইলের নষ্ট ব্যাটারী দিয়ে খুব সহজেই পড়ার টেবিলের জন্য
বানিয়ে ফেলুন টেবিল লেম্প। লেম্পটি তৈয়ার করতে,
[ মোবাইলে চার্য ] থাকেনা এ রকম একটি পুরাতন ব্যাটারী, সাদা কালার LED বাল্ব
একটি, আথবা দুই বা তিনটি, 10 ওহুমস এক ওয়াট রেজিষ্টর একটি,
যে কোন সুইচ একটি।
হয়ে গেল আপনার টেবিল লেম্প। এবার আসুন
দেখি কি ভাবে কাজটি করব এবং পার্স গুলির দেখে নেই,
এটি হল একটি LED বাতী বাজারে কিনতে পাওয়া যায় দুই থেকে তিন টাকা দাম মাত্র
বাতিটি সাদা কালার কিনলেই ভাল হয়। যেহেতু আমরা লেম্প হিসেবে ব্যবহার করব,
এটি একটি 10 ওহুমস রেজিষ্টর কালার কোড বাদামি কাল কাল, এক ওয়াট লাগালেই ভাল হয়।
ভাল করে লক্ষ করুন LED বাতিটি জ্বালাতে হলে শুদু একটি ব্যাটারী একটি রেজিষ্ট আর একি বাতী হলেই চলে
কিন্তু বাতীটি অফ করার জন্য একটি সুইচ লাগি নিলে ভাল হয়। এবার আসুন দেখি সুইচটি কোথায় লাগাব
সুইচ লাগানোর পর এবার আসুন ব্যাটারিটি চার্য শেষ হলে চার্য কি ভাবে করব ?
উপরে ছবিটি ভাল করে লক্ষ করুন মোবাইলের চার্যার দিয়ে কি ভাবে ব্যাটারীটি চার্য করবেন
এখানে অতিরিক্ত কয়েকটি পার্স ব্যবহার করা হয়েছে 1K রেজিষ্টর একটি D1 নরমাল রেক্টিফায়ার ডায়ড
4007 অথবা যে কোন নাম্বারের একটি যে কোন কালার LED বাতী একটি ।
এই কয়েকটি পার্স
লাগানো হয়েছে শুদু ব্যাটারিটি চার্য দেয়ার সময় বাতীটি জ্বলে থাকলেই বোযা যাবে ব্যাটারীটি চার্য হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।