আমাদের কথা খুঁজে নিন

   

কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে অতিথিদের জন্য...



আমাদের সময় দৈনিক টিতে যে নিউজ দিয়েছে ... তা যদি না ছাপা হতো তবে আমেদের দেশে একা বড় অংশ এই নিউজটি জানতে নাও পেতেন । আমি নিজেও এর কিছু জানতাম না এর জন্য ধন্যবাদ। তবে.. যারা জলবায়ূ সম্মেলনে যাচ্ছে তারা নিশ্চয় সম্মেলনে কোন দেশ কত কম পরিমাণে কার্বন র্নিগমন রোধ করতে পারে, কোন কোন দেশ সি এফ সি , সারফিউরিক এসিড, আর্সেনিক, মিথেন গ্যাস,কয়লা ইত্যাদি ব্যবহার কমাতে পারে তার একটা অলিখিত, লিখিত, চুক্তি করবেন এই বিয়টাই প্রাধান্য পাওয়া যুক্তিযুক্ত । কিন্তু প্রচার মাধ্যম গুলো যদি এই ভাবে প্রচার চালায় তারা একত্রিত হয়ে (ফ্রি সেক্স ) এর সুবিধা পাচ্ছে বা নিচ্ছে । তাহরে সাড়া দুনিয়া যে আশা আকাঙ্খা নিয়ে তাকিয়ে আছে এই সম্মেলনের মূল লক্ষ্যের দিকে তাতে আশায় গুড়ে বালি অবস্থা ।

কেননা কিছূ দিন পুর্বে (বিশেষ করে সুনামি, ক্যাটরিনা ,আমাদের দেশে সিডর ,আইলা ) জরবায়ূর বর্তমান যে অবস্থা চলছে আগামী দিন গুলো তে এই অবস্থা বিরাজ করে তবে আমাদের মত অনেক দেশের অবস্থা গভীর সাগরে বিলীন হওয়ার পথে যাত্রা করবে । মালদ্বীপ সাগরের নীচে মন্ত্রীদের বৈঠক করের তাদের, নেপাল হিমালয় চূড়ায় মন্ত্রী বৈঠক সম্পন্ন করে তাদের অবস্থার জানান দিয়েছে । যা কিনা আগমী বছর গুলোতে ভয়াবহ রূপ ধারন করবে । পরিসংখ্যান মূলক তথ্য (rape) আরো পরিসংক্যান তাদের দেশের পরিসংখ্যান গুলোর দিকে লক্ষ্যে রাখলে দেখা যায় তারা । জরবাযু পরিবতর্ন এই ব্যাপারের আপোসহীন নয় বরং তাদের কালচার, সাহিত্য. ইতিহাস, এর ধারক ও বাহক তৈরি করতেই এই প্রচার প্রচেষ্টা ।

আমরা যারা বাঙালি তারা এক কথায় বৃটিশদের অতি অনুকরণ প্রিয় কিন্তু দুঃখের বিষয় এখানে ই যে আমরা যাদের মত করে পরিশ্রমী হওয়ার অনুকরণ করতে পারি নি । তাই আমাদের এই অবস্থা । আমি আমার মত করে বলে যাই । কিন্তু এর চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ন নিউজ আমরা পাই না। এই ভাবেই আমরা আমদানী করেছি বিশ্ব ভালোবাসা দিবস সহ আরো অনেক দিবস ।

এখন ও হয়তো আমরা কেউ বলতেও পারিনা আমাদের দেশ কত গুলো দিবস পালন করে । প্রায় প্রতি দিন ই দিবস পালন করতে হয় । । । এই জলবায়ু সম্মেলনের দিন কে যেন আমাদের দেশের যুবকরা কোন দিবস হিসেবে পালন না করে এই কমনাই করি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.