চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে জামায়াত ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহতরা ব্যক্তিরা হলেন জামায়াতের কর্মী ও স্থানীয় মাদ্রাসার শিক্ষক বশির উদ্দিন এবং আওয়ামী লীগের কর্মী নাসির উদ্দিন (৩০)। আজ রোববার বিকেল পাঁচটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীদের একটি সভা চলছিল। তখন ওই পথ দিয়ে যাওয়ার সময় মাদ্রাসার শিক্ষক বশির উদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের কথা-কাটাকাটি হয়।
খবর পেয়ে জামায়াতের কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে গেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলেই বশির ও নাসির নিহত হন। নাসিরের দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।