আহত আরিফুল ইসলাম উইল (৪০) শিবগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক। অন্যজন হলেন তসলিম উদ্দিন (৪২)।
আরিফুলের দুই পা এবং বাম হাতের রগ কেটে দেয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।
আহত দুজনেরই বাড়ি উপজেলার গোবিননগর গ্রামে।
আরিফুল শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
মঙ্গলবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে তারা হামলার শিকার হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিবগঞ্জ থানার এসআই আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, “রাত সাড়ে ৮টার দিকে একাডেমির মোড়ে একটি চায়ের দোকানে চা পান করার সময় জামায়াত-শিবিরকর্মীরা তাদের দুজনের ওপর অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। ”
ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফুলের প্রতিবেশী আজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাজশাহী বিভাগে হরতালের সমর্থনে শিবিরের একটি মিছিল থেকে ওই দুজনের ওপর হামলা হয়।
আজিমই আহতদের আত্মীয়-স্বজনকে খবর দিয়ে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন।
রামেক পুলিশ ফাঁড়ির এসআই উত্তম কুমার জানান, আরিফুল ও তসলিমকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কে বি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরিফুলের দুই পা এবং বাম হাতের রগ কেটে দেয়া হয়েছে। দুজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। ”
আরিফুলকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গভীর রাতে তাকে ঢাকা পাঠানোর বন্দোবস্ত চলছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।