অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জনবিবৃতি
১৭ সেপ্টেম্বর এআই ইনডেক্স: এএসএ ১৩/০০৫/২০০৯
বাংলাদেশ: সুপ্রিম কোর্ট ও সরকারের সিদ্ধান্ত সুষ্ঠু বিচারে সহায়তা করবে
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সংঘটিত বিডিআর বিদ্রোহে গণহত্যা ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের সামরিক আদালতে বিচার না হওয়া সংক্রান্ত সুপ্রিম কোর্টের ব্যাখ্যাকে স্বাগত জানিয়েছে।
প্রেসিডেন্ট জিল্লুর রহমান বিডিআর ঘটনায় জড়িত সন্দেহভাজনদের বিচার সামরিক আদালতে করা যাবে কিনা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়ে পাঠালে সুপ্রিম কোর্ট গত ১১ সেপ্টেম্বর এর উত্তর জানায়। সুপ্রিম কোর্ট তার ব্যাখ্যায় জানায় যে, বিডিআর ঘটনায় সন্দেহভাজনদের সামরিক আদালতে বিচার করা যাবে না। কারণ তারা বেসামরিক পুলিশ বাহিনীর সদস্য।
আরো পড়ুন
বাংলাদেশ: সুপ্রিম কোর্ট ও সরকারের সিদ্ধান্ত সুষ্ঠু বিচারে সহায়তা করবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।