আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে লক্ষাধিক মুঠোফোন বন্ধ করে দেওয়া হয়েছে



নিরাপত্তার খাতিরে ভারতীয় গোয়েন্দা সংস্থা লক্ষাধিক মুঠোফোন বন্ধ করে দিয়েছে। ১৫ অক্ষরের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর সঠিক না থাকায় এ মুঠোফোনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আইএমইআই নম্বরের মাধ্যমে গ্রাহকের বিভিন্ন তথ্য কিংবা মুঠোফোনের বিস্তারিত কলের খবর জানা যায়। গোয়েন্দাদের তথ্যমতে, যেসব মুঠোফোনের আইএমইআই নম্বর নেই সেসব ফোন দিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত হয় এবং এগুলো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহূত হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভারতে প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ ফোন রয়েছে আইএমইআই নম্বর ছাড়া।

এগুলোর অধিকাংশ ফোনেই রয়েছে ভুল কোড। পাশাপাশি অনেক ফোনেই কোনো কোড নম্বর নেই। ব্র্যান্ডহীন এসব কম দামের ফোন ভারতেই তৈরি হয়। এর বাইরে যেসব দেশ থেকে আমদানি করা হয় তার মধ্যে চীন অন্যতম। ভারতে এসব মুঠোফোনের বিশাল বাজার রয়েছে।

ভারত সেলুলার অ্যাসোসিয়েশনের তথ্যমতে, এসব ব্র্যান্ডহীন মুঠোফোনের সংখ্যা ভারতের মোট ফোনের প্রায় ৩০ শতাংশ। বিশ্বের অন্যতম মুঠোফোন ব্যবহারকারী দেশ ভারতে বর্তমানে প্রায় ৪৮ কোটি আট লাখ ব্যবহারকারী রয়েছে এবং প্রতি মাসেই এর সংখ্যা বেড়ে চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.