উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে সিডি কির (CD key) প্রয়োজন হয়। সাধারণত উইন্ডোজের সিডির প্যাকেটের গায়ে CD key লেখা থাকে। অনেক ক্ষেত্রে প্যাকেটটি হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে সিডি কির জন্য ওই সিডিটি কম্পিউটারে প্রবেশ করান। এবার CD থেকে browse করে খুঁজে I386 নামের ফোল্ডারটি বের করে খুলুন। এ ফোল্ডারের ভেতরে unattended.txt নামের একটি ফাইল রয়েছে। এবার notepad দিয়ে ফাইলটি খুলুন। এখানে CD key পেয়ে যাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।