আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এর এনিমেশন জগতে আর এক ধাপ।

I still try to find my place........ @ hyperactve.blogspot.com
আজকে বিটিভিতে এনিমেটেড ত্রাতুলের জগৎ দেখালো। এনিমেশন কতটা ভালো হয়েছে তা আমি বলব না। তবে এই প্রথম বাংলাদেশ ফুল লেংথ এনিমেটেড ফিল্ম দেখানো হল। এটাই আমার কাছে অনেক কিছু মনে হয়েছে। প্রথম চেষ্টাতে আমরা ফাইনাল ফ্যান্টাসি - এডভেন্ট চিল্ড্রেন এর মত এনিমেশন কোয়ালিটি পাবো না।

আমাদের এক এর পর এক তৈরি করতে হবে, আর এভাবেই অগ্রসর হতে হবে to reach the pinnacle of perfection. (তবে হংকং এর ইমাজি তাদের প্রথম ফিল্ম এই আমাকে অবাক করেছিল। যাই হোক, ওইটা একটা মাল্টি মিলিয়ন ডলার এর একটা কোম্পানী। আর আমাদেরটা কয়েকজন সখের এনিমেটর এর কাজ। ) তবে একটি কথা না বললেই নয়। এনিমেশনের ক্ষেত্রে একটি কথা প্রায় সবাই স্বীকার করে যে, "মুল যে ভাষায় এনিমেশন তৈরি করা হয় ওই ডাবিং সবচেয়ে ভালো হয়।

" কিন্তু এইটার ডাবিং মোটেও ভালো হয়নি। (বাংলাদেশের সবকিছুর ডাবিং এত দুর্বল কেন?)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.