আমাদের কথা খুঁজে নিন

   

আমি নিরাপদ, ধন্যবাদ আর ঈদ মোবারকের বন্যা..

রুপা

আমরা ভাইবোনরা অনেক ফ্রি। অনেক কথা আমরা নিজেরা আলাপ করি যা অন্যেরা সাধারণত করেন না। যেমন ভাবী অভেন বদলাবে। পুরানটায় নাকি আর চলছে না। একেতো ছোট(!!) তার উপর হেন-সমস্যা, তেন-সমস্যা।

এনিয়ে ভাইয়া-ভাবীর মধ্যে প্রথমে হল গরম লড়াই। ভাইয়া বলল, গরু কোরবানি দিবা না অভেন দিবা এইডা আগে ঠিক কর। বলেই হাতের গ্লাসটা দিয়ে একটা বাড়ি দিল ডাইনিং টেবিলে । ভাবী বলল এটা ভদ্র লোকের বাড়ি। বলেই চলে গেল।

ব্যাস এরপর ঠান্ডা লড়াই। গতকাল ভাইয়া ভাবীকে বলল চল। ভাবী চুপ। ভাইয়া বলল আমাকে কী তোমার অভদ্রলোক মনে হয়? ভাবী কেঁদে দেয়ার জোগার। একথা আমি কবে বললাম? এসব কী বলছ? ভাইয়া কাচুমাচু হয়ে বলল, ভদ্রলোক মাত্রই বউকে ভয় পায়।

আমিতো আর অভদ্র হইতে পারি না। কী বলিস রুপা? ভাবী বলল, সবার সামনে এসব কী হচ্ছে? ভাইয়া ভাবী কথার ধারকাছ দিয়েও গেল না। বলল, এখন চল তোমার অভেন কিনে দিই। ভাবী সেজেগুজে বেড়িয়ে যাওয়ার সময় আমি বললাম ভাবী, ঈদ মোবারক। ক'দিন ব্লগে বসিনি।

আজ লগইন করে দেখলাম, আপনি একজন নিরাপদ ব্লগার। আপনার লেখা সরাসরি সংকলিত পাতায় প্রকাশিত হবে। আপনার ডিফল্ট ট্যাব সংকলিত পোস্ট। ব্যান-আনব্যান নিয়ে ব্লগার এবং মডারেটরদের মধ্যে মোড়গ লড়াই চলছে। অনেক জনপ্রিয় ব্লগার ব্যান।

সেই কষ্ট চাপা দিয়ে মনে মনে মডারেটরদের বললাম, ধন্যবাদ এবং ঈদ মোবারক। তুলে নিন সব ব্যান। সবাইকে শান্তি আর আনন্দ নিয়ে লেখার সুযোগ দিন। ফিরিয়ে দিন লেখালেখির আনন্দ। ব্লগিংয়ের শুরুতে দ্বিধা-দন্দ্ব ছিল।

জড়তা ছিল (এখনও আছে)। আমাকে উৎসাহ যোগাতে এগিয়ে এলেন একঝাঁক ব্লগার। তাদেরকেও ধন্যবাদ এবং ঈদ মোবারক। সামু'কে একটা পরিবারের মত লাগে। সবাই যেন চির চেনা।

এই পরিবারেরর সকল সদস্যকে ধন্যবাদ এবং ঈদ মোবারক। ভাল থাকুন সবাই। আবারও সবাইকে ঈদ মোবারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.