যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!
Finally reached ctg at 6.30pm... Its almost 18 hours... Thanks digital govt. I m blessed...
Yesterday at 9pm i started my journey but still i m on the way
Jam e thakle ki ghum-o ashena?kotto try korlam ghumanor...
In the 'DIGITAL' jam.
Is on d way home-jei jaam,baba! It tuk 2 hrs 2 just cross karnaphuli!
না! এইটা কোন ইংরেজী ব্লগ না। এগুলো সব হচ্ছে আজকের ফেসবুক স্ট্যাটাস। আরও অনেক ছিল। সবগুলো দিলাম না। আমি বসে বসে পড়ছিলাম, ২/১ টা কমেন্ট করছিলাম আর দীর্ঘশ্বাস ফেলছিলাম।
দীর্ঘশ্বাস ফেলছিলাম তাদের যাত্রাপথের অবর্ণনীয় দুঃখ দুর্দশার চিত্র দেখে নয়। যাত্রা পথের চূড়ান্ত কষ্ট এবং যন্ত্রণা শেষে ঘরে ফিরে প্রিয়জনদের সান্নিধ্যে থেকে যে স্বর্গীয় অপরিসীম সুখ এবং আনন্দ লাভ করবে, সেটার কথা চিন্তা করতে করতে দীর্ঘশ্বাস ফেলছিলাম।
আমিও প্রতি বছর এভাবে বাড়ী যেতাম। যাত্রা পথের কষ্ট-ক্লান্তি ভুলে গিয়ে অনন্য আনন্দ লাভ করতাম। প্রতি ঈদের জামাতের পর সবার সাথে কোলাকুলি করতাম।
নিজ হাতে গরু কাটতাম। বাসায় তুলে দিতাম। গরীব মিসকিনদের নিজ হাতে মাংস দিতাম। আত্মীয়-স্বজনদের বাড়ীতে পৌঁছে দিতাম। আর চালাতাম ভোজন পর্ব।
এবার এসবের কিছুই হবে না। ট্রান্সমিশন, লিংক এইসব হাবিজাবি প্রকৌশলের কাজে থেকে যেতে হল ঢাকায়। পুরোপুরি একলা। ঈদ জামাতের পর কারও সাথে কোলাকুলি হবে না, বাসায় এসে মিষ্টান্ন মুখে দেয়া হবে না। দুপুরে অফিসে যেতে হবে।
কামলা দিয়ে লিংক ঠিক রাখতে হবে।
অপেক্ষা করছি সোমবারের। দ্রুতই যেন সময়টা কেটে যায়। সব ঠিক থাকলে সেদিনই হয়ত বাড়ি যাবো।
তার পরও ঈদ মোবারক!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।