আমাদের কথা খুঁজে নিন

   

বাঘের মুখে শিশু, নোংরামির নতুন সংযোজন

Two roads diverged in a wood, and I - I took the one less traveled by, and that has made all the difference. -Robert Frost
কাল রাতে চ্যানেল আইতে ‌‌‌''বাঘা গাইন" নামে একটি সংগীত প্রতিযোগিতামুলক অনুষ্ঠান দেখলাম। ইদানিং চ্যানেল আইসহ প্রায় সকল বাংলাদেশি চ্যানেলগুলোতে প্রতিভা অন্বেষণ আর সংগীত প্রতিযোগিতামুলক অনুষ্ঠানের হিড়িক পড়েছে। যাই হোক প্রথমেই অনুষ্ঠানের নাম দেখে ধাক্কা খেলাম। "বাঘা গাইন" এই জাতীয় অন্যান্য অনুষ্ঠানের মতই, নতুন করে বলার মত কিছু নেই। তবে... তবে এই অনুষ্ঠানের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে কোন শিশুশিল্পি খারাপ গান গাইলে তাকে বাঘের মুখে ফেলে দেয়া হয় (মঞ্চে তৈরি আছে ভয়ংকর রকমের বাঘের মুখ, আর সাথে জুড়ে দেয়া হয় বাঘের হিংস্র গর্জন)। আর শিশুরা বাঘের মুখে না পড়ার জন্য ঢুকরে কেঁদে উঠে। প্রচন্ড অবাক হলাম, কোন সুস্থ মানুষের মাথায় কি এরকম বিকৃত চিন্তা আসা সম্ভব??? হায় রে চ্যানেলওয়ালারা... শুধু ব্যবসার জন্য তোরা আর কতদিন শিশুদের নিয়ে এমন নোংরা খেলা খেলবি? এসব কি দেখার কেউ নেই??? (আজকেই সেফ হলাম, সবাইকে শুভেচ্ছা!!!)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।