আমাদের কথা খুঁজে নিন

   

বাঘের বাচ্চা বটে!

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

প্রায়ই শুনা যায় সুন্দরবনের বাঘের সংখ্যা কমে যাচ্ছে। এদিকে সুন্দরবনে বাঘ শিকার নিষিদ্ধ - তা ছাড়া প্রাকৃতিক দূর্যোগের খবর তেমন নেই। তাই চিন্তিত হয়ে যাচ্ছিলাম - বাঘ গুলান গেল কই? আজ বাংলাদেশের পত্রপত্রিকা পড়ে হারানো বাঘগুলার কিছুটা হদিস পেয়েছি বটে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত ইদানিং যে সার্কাস দেখাচ্ছে - তার সর্বশেষ সংযোজন হলো এই বাঘের বাচ্চা। উনি সরকারে উকিল।

আল-বদর নিজামী - বিশ্বচোর ভাইয়া সহ যখন শত শত চোর বাটপার জামিনে নিয়ে যাচ্ছিলো তখন উনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ মনসুর সাহেবের ঘুম ভেঙ্গে গেল - মরনপন লড়াই করে একটা জামিনের আবেদন খারিজের মামলায় জিতলেন - আশ্চর্যজনক ঘটনা হলো উনার মক্কেল সেই আসামীকে প‌্যারোলে মুক্ত করে রেখেছে। তারপর উনার গর্জন শুনা গেল - জামিনের সার্কাসের কারনের হাইকোর্ট হাস্যকর জায়গায় পরিনত হয়েছে। এই জামিনের আবেদন বাতিল হাইকোর্টের হারানো গৌরব ফিরিয়ে দেবে। এই না হলে কি আর বাঘের বাচ্চা বলা হয়।

একই আসামীকে অন্য একটি আদালত এই শর্তে জামিন দিলে কি হবে - উনি কম পক্ষে একটা জামিন আটকাতে পেড়েছেন। একই দিনে পাঁচশতাধিক জামিনের বিপরীতে একটা জামিন আটকাতে পারা এই বাঘের বাচ্চাকে কথা শুনার পর মোটামুটি নিশ্চিত হওয়া গেল - সুন্দরবনের হারানো বাঘ গুলি কোথায় গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।