আজ সকালে ঘুমাইতেছিলাম বাসায়। এমন সময় মনে হইল কেও যেন আমার বাসার সামনে চিল্লাইয়া চিল্লিইয়া কইতাছে, “I love u….I love u” চোখ মুইছা বিছানা থেকে উঠে গিয়ে দেখলাম, ওরে হালা, ওইডা আসলে একটা লেবু বিক্রেতা। ↘ ↘ ↘ ↘ ↘ ↘ ↘ ↘ ↘ ↘ ↘ ↘↘↘ একটু স্টাইল কইরা কইতাছিলঃ এয়াই ল্যায়াবু...এয়াই ল্যায়াবু। ঘুমের ঘোরে কি যে শুনছি। :p
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।