আমাদের কথা খুঁজে নিন

   

এক বাক্যের গল্প



১.এলোমেলো মনই সুখের ঘরের সন্ধান দিতে পারে,মাপা মাপা মন পারে না। ২.'হৃদয়ের ওপর অবৈধভাবে যে ফ্ল্যাটটা গড়ে তুলেছিলে সেটা ভেঙ্গে দিয়ে যাও প্লিজ',শেষ দেখার দিনে প্রেমিক বলে প্রেমিকাকে। ৩.আমি খুন করিনি,করেছেন স্রষ্টা,সবই তো তার হাতে তাই না? ৪.'জোনাকী পোকাদেরও গ্রেনেড মেরে শেষ করে দিতে হবে,'জঙ্গি সংগঠনটির সভায় নেয়া হলো এই সিদ্ধান্ত। ৫.ভাত খাওয়া আর খুন করার মাঝে বেশি সহজ কোনটা,এই নিয়ে তর্কে লিপ্ত হলো পেশাদার খুনীর মস্তিষ্কের কোষগুলো। ৬.'বাংলা ল্যাঙ্গুয়েজকে এস্ট্যাবলিশ করতে হবে অল সেক্টরে',একুশে ফেব্রুয়ারীর সকালে বলে সে। ৭.টিভিতে টক শো দেখে জনৈক সুশীল যখন রাজনীতিবিদদের গাল দিচ্ছিলো,তখন তার পা টিপে দিচ্ছিলো দশ বছরের কাজের ছেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।