রাকিবুল হক ইবন
পৃথিবীর ব্যক্তিত্ব নাই কোনও
পৃথিবীর ব্যক্তিত্ব নাই কোনো। একদা ছিল বটে ব্যক্তিত্ব পৃথিবীর। তার
ব্যক্তিত্ব খেয়ে নিয়েছে দুনিয়ার ফকির। দেখেছি অপবাদ জমেছে প্রায়
জমজমাট। তাই তার শিরোশ্চেদে মারক্ষক এই বনগর্ভে আমাদের সে
কী নাঁচ। এ্যানিম্যাশনের একটি ক্ষেতের দেশে, মুখ-ছোটো-করা এক
আকাশের নিচে দাঁড়িয়ে, কবর কেটে পুকুর খনণে, শশ্মানের বুকের
উপর দিয়ে অতিকায় রাস্তা নির্মানে, বাঘচরা রাত্রিপথ দিয়ে, চোখ
থেকে অনেকানেক কাঁটা-ঝরা-মাসে : যখন আমরা পার হচ্ছিলাম
ম্যাপ। পৃথিবীর কান্নারও ব্যক্তিত্ব নাই কোনো। কত-না কান্না করে
সে সিনেমার শব্দে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।