চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com
(সকল ব্লগারদের স্বর্থে আমার এ পোষ্ট, যাতে সামু আর আপনার প্রেমের মাঝে মডু বাঁধা না হয়ে দাঁড়ায়। নিচে মডুদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরলাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন ইহারাই মডু।
## মডু মানে মোটা না, মডুরা মোটা চিকন উভয়ই হতে পারে।
তাই মডুদের মোটা ভেবে কেউ ভুল করবেন না।
## মডুরা অনেকটা বর্ণচোরা প্রজাতির, এরা হয়তো আপনার আমার মাঝেই আছে কিন্তু সহজে ধরা দেয় না।
## মডু হলো অদৃশ্য শক্তি, যা আপনার আইডি কারনে অকারনে ব্যান করতে পারে।
## মডু ছেলে ব্লগারদের জন্য মেয়ের বাপ আর মেয়ে ব্লগারদের জন্য ছেলের বাপ। সহজ বাংলায় মডুই পোলার বাপ-মডুই মাইয়ার বাপ।
কারণ মডু যা বলবে বা করবে তাই সঠিক।
## যখন দেখবেন কোন খারাপ কমেন্টস্ বা খারাপ পোষ্ট করার পরেও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয় না তখন বুঝবেন যে পোষ্ট বা কমেন্টস্ করছে সেই মডু।
## মডুদের সাথে ভাইরাসের মিল পাওয়া যায় তাই তারা যেকোন সময় আপনার পোষ্ট বা কমেন্টস্ ডিলিট করে দিতে পারে।
"সামুকে ভালোবাসুন মডু থেকে বেঁচে থাকুন"
HaPpY BlOgInG.......................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।