যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
এবং এজন্যই তারা মডারেশন করে। আমাদের লেখার সুযোগ করে দিয়ে তারা আমাদের আগাপাছা কিনে নেয়নি। আমরা যে লিখি এখানে এটা মডারেটরদের সৌভাগ্য। এখানে না লিখে যদি পত্রিকায় লিখতাম মাসে পঞ্চাশ হাজার টাকা কামাতে পারতাম। তারপরেও এখানে পড়ে থাকি, লাথি ঘুতা খেয়ে লিখে যাই, বিপ্লব করি - কারণ কি?
কর্তৃপক্ষ তাদের আসল স্বজনদের চিন্তে পারলো না।
আমরা তাদের পাছায় প্রতিনিয়ত বাঁশ প্রদান করি বটে, কিন্তু সেটা তাদের মঙ্গলের জন্য, তাদের পরিবর্তনের জন্য। তারা বুঝতে পারে না, আমরা যে তাদের কত বড় হিতাকাঙ্খী - হতে পারে আমরা একটা রুক্ষ্ম, একটু গালাগালি করেই বলি, কিন্তু এটা তো আসলে আমাদের ভালোবাসার পরিচয়।
আমরা বিচ্ছিন্নতাবাদী নই, যারা এই ব্লগে থেকে এই ব্লগের সংশোধন করতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী নাকি যারা আমাদের ব্যান করে ব্লগ থেকে তাড়াতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী? আমরা ভন্ড নই, আমরা স্পষ্টবাদী, যা বলার মুখের উপরে বলে দেই। সাহস থাকলে সামনাসামনি কথা বলেন।
বিঃদ্রঃ ক্রিয়েটিভ কমনসের আওতায় একটা যুক্তিবাদী প্রতিবাদী টেমপ্লেট।
যে কেউ ব্যবহার করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।