আমাদের কথা খুঁজে নিন

   

একটার সাথে আর একটা ফ্রী... + ১৮

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।

ব্রাউসার ব্যবহার করি গুগেল ক্রোম ভালই লাগে জিনিষটা খারাপ না। তবে ঝামেলা হলো তাতে ফোনেটিক লেখা যায় না মাঝে মাঝে একটা লিখলে উল্টা আর একটা হয়ে যায়। যাক গত কালকে দিলাম ওপেরা নতুনটা [Version 10.01] সেটাপ। দেখেতো আমার দারুন ভালো লাগলো।

ভালো জিনিষ আগেও মজিলা থেকে আমার ওপেরাই ভালো লাগতো। ওপেরায় ব্লগ ঠিক ঠাক মত পুরাটা লোড হচ্ছে না। সাম্প্রতিক মন্তব্য খালি... নতুন ব্লগ খালি অনলাইনে আছেন তাও খালি... ওপেরায় লিংক দেয়া বা ছবি এ্যাড করাও দেখলাম ঝামেলার। তবে মজিলার এ্যাড ওন ব্যাবহার করা যায় তাই মজিলাও পিসিতে রাখা লাগে। ডাউনলোডের জন্য DownThemAll! এফটিপির জন্য FireFTP এই সবতো সব সময় এই দরকার পরে।

এই ৩টা ব্রাউসার পিসিতে রাখা ছারা আর কোন ভালো বুদ্ধি কি কেউ আমাকে দিতে পারবেন ?? যেটায় এই সব ঝামেলায় পরতে হবে না। একটা ফ্রী জিনিষের ফ্রী এ্যাড দেই। আগে মোবাইলে ওপেরা মিনি ব্যাবহার করতাম যাতে ব্লগও পড়া যায় তবে লেখা যায় না। ঐ দিন আমার এক বন্ধু ওর নোকিয়া ই৬৫ নিয়ে আসলো ব্রাউসার সেট করে দিতে বিডিনিউস২৪.কম এর খবর যেন পড়া যায় ঐ ব্যবস্থা করে দেয়ার জন্য সোজা ওপেরা মিনি ইন্সটল দিলাম। কিন্তু কেন যেন ওর মোবাইলে ওপেরা মিনি কাজ করলো না।

তাই নতুন কিছু খুজা শুরু করলাম। নেট ঘেটে পেলাম মোবাইলের জন্য http://www.skyfire.com নামে একটা ব্রাউসার। এটায় নেট ঠিক ঠাক মতোই আসে কিন্তু বাংলা পড়া যায় না। তবে একটা জিনিষ দেখলাম। এই ব্রাউসারে ইউটিউব এর ভিডিও দেখা যায়।

যা আগে আমার এন ৭০ বা এন ৭৩ তে দেখতে পারতাম না ফ্লেস প্লেয়ার আপডেট করতে বলতো এটায় কিছু না করে এমনি এমনি দেখা যায়। আরো একটা জিনিষ লক্ষ করলাম। এই ব্রাউসার দিয়ে সব সাইট ওপেন হয়। সব সাইট মানে সব সাইট। ব্লক করা সাইট গুলো ও ওপেন হয়।

সাউদিতে যারা থাকেন তারা দয়া করে ট্রাই করবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.