মারিও ভার্গাস য়োসা ঃ হ্যালো ?
এ্যাডাম স্মিথ ঃ ওহ , হ্যালো , আপনি কি মারিও ভার্গাস ইয়োসা বলছেন?
মারিও ভার্গাস য়োসা ঃ হ্যাঁ, বলছি?
এ্যাডাম স্মিথ ঃ ওহ, হ্যালো, আমার নাম এ্যাডাম স্মিথ। আমি স্টকহোম এর নোবেল প্রাইজ ওয়েবসাইট থেকে বলছি । পুরস্কার প্রাপ্তির সংবাদে আমার অভিনন্দন গ্রহন করুন ।
মারিও ভার্গাস য়োসা ঃ ঠিক আছে, তাহলে এটা সত্যি? হা হা
এ্যাডাম স্মিথ ঃ হা হা! এটা অতি নিশ্চিতভাবেই ...........
মারিও ভার্গাস য়োসা ঃ কারণ, আমি একাডেমির মহাসচিব এর কাছ থেকে একটি ফোন পেয়েছি, এবং আমি অবাক হয়েছি যে এটা সত্যি না কোনো এক বন্ধুর ঠাট্টা।
এ্যাডাম স্মিথ ঃ ঠিক আছে।
আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে এটা এইমাত্র স্টকহোমের জনসমে ঘোষিত হয়েছে।
মারিও ভার্গাস য়োসা ঃ আহ , এটা ইতিমধ্যে ঘোষিত হয়েছে। আমি গভীরভাবে আন্দোলিত এবং কৃতজ্ঞ! এটা একটা বড় চমক বৈকি! যাই বলো, আমি জানি না কি বলবো.... সত্যিকারভাবে আমি অভিভূত বোধ করছি।
এ্যাডাম স্মিথ ঃ সত্যি এটা বলবার জন্য একটি সুন্দর বিষয়! গত কয়েক বছর ধরেই আপনি সম্ভাব দের তালিকায় ছিলেন সুতরাং... আপনি কি জানেন এই পুরস্কারে ভুষিত হওয়ার অর্থ কি?
মারিও ভার্গাস য়োসা ঃ ঠিক, আমি জানি কিন্তু আপনি জানেন, এখনও আমি এটা বিশ্বাস করতে পারছি না ? এটা আমাকে পত্রিকায় পড়তে হবে।
এ্যাডাম স্মিথ ঃ অতি অবশ্যই, হ্যাঁ।
এটা যখন সাহিত্য নিয়ে, তখন এটাই বাস্তব। আমাদের আছে.....
মারিও ভার্গাস য়োসা ঃ আমি খুবই আন্দোলিত বোধ করছি এবং এটি একটি চমৎকার অনুপ্রেরণা। এবং , অকপটে বলছি, আপনি জানেন, আমি এটা প্রত্যাশা করি নাই! কখনই জানতাম না যে এটা সত্যি, যে আমার নাম সম্ভাব্য প্রর্থীদের তালিকায় আছে এবং ... কিন্তু , যাই হোক, এটা চমৎকার একটি ঘটনা এবং আমি খুবই চমৎকৃতবোধ করছি, আপনি জানেন! খুবই আশ্চর্যান্বিত। আমার জন্য, সারা জীবনের জন্য লেখালেখি একটি অত্যন্ত চমৎকার আনন্দের ব্যাপার, যা আমি বিশ্বাস করতে পারছি না যে কিছু একটার জন্য আমাকে সম্মানিত এবং পুরস্কৃত করা হয়েছে আপনি জানেন যা নিজেই একটা পুরস্কার স্বরূপ। যাই হোক, প্লিজ.......
এ্যাডাম স্মিথ ঃ আন্তরিক অভিনন্দন..........
মারিও ভার্গাস য়োসা ঃ যাই হোক, একাডেমির সকল সভ্যদেরকে আমার কৃতজ্ঞতা জানাবেন।
এ্যাডাম স্মিথ ঃ অবশ্যই, আমি কি.........দু’মিনিটের জন্য আপনি কী ফোনটা ধরবেন কারণ আমরা একটা খুবই সংপ্তি টেলিফোন সাাৎকার ধারণ করতে চাই?
মারিও ভার্গাস য়োসা ঃ হ্যাঁ , অবশ্যই।
এ্যাডাম স্মিথ ঃ ধন্যবাদ। ঠিক আছে, আমার ধারণা এখন এই মুহুর্তে অপনি প্রিন্সটনে, শিকতা করছেন?
মারিও ভার্গাস য়োসা ঃ আমি নিউইয়র্কে, তবে শিকতা করছি প্রিন্সটনে। সোম এবং মঙ্গলবার আমি শিকতায় ব্যয় করি, তবে আগামী ডিসেম্বর পর্যন্ত আমি নিউইয়র্কে থাকবো।
এ্যাডাম স্মিথ ঃ ঠিক আছে, এবং , আপনি অনেক ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করেন।
আপনি একজন পেরুভিয়ান....
মারিও ভার্গাস য়োসা ঃ আমি বাস করি, যাই হোক, লিমায় ( ফোন লাইন বিচ্ছিন্ন ), এবং মাদ্রিদে। তবে বেশিরভাগই লিমা এবং মাদিুদে।
এ্যাডাম স্মিথ ঃ এবং , আমি আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কোথায় আপনি বাস করছেন তা কি আপনার লেখার যে পদ্ধতি তার েেত্র কোন পরিবর্তন সাধন করে? কারণ এটা, কিছু........
মারিও ভার্গাস য়োসা ঃ ওহ, আমি তা মনে করি না। আমি তা মনে করি না। আমি ... না ... আমি, যাই হোক, অবশ্যই আমি বিভিন্ন জায়গা সম্বন্ধে লিখি তবে, আহ, আমি না....... মাঝেমাঝে আমি ভ্রমণ করি কারণ আমি একটি নির্দিষ্ট জায়গা সম্বন্ধে লিখি।
একটা গল্পের যে ধারণা আমার মধ্যে থাকে আমি মনে করি না তার পরিবেশের খুব একটা পরিবর্তন হয়....তবে, হতে পারে, হতে পারে, হ্যাঁ... তবে খুব একটা সচেতনভাবে না? হতে পারে, অবচেতনে, হ্যাঁ, যে জায়গায় আমি আছি তার দ্বারা আমি নিষিক্ত হই। আমি, আমি (ফোন লাইন বিচ্ছিন্ন ) জানিনা।
এ্যাডাম স্মিথ ঃ ভাষার বিষয়টা কেমন? কারণ,কী.........
মারিও ভার্গাস য়োসা ঃ ভাষা, একটি বিদেশী , বলা যাক, ভাষায় বসবাসের বাস্তবতা সম্পর্কে আমার প্রত্যয় এই যে, স্পেনীশ ভাষার সাথে আমার যে সম্পর্ক তা তাকে সমৃদ্ধ করে। আমি মনে করি এই অবিরাম সংঘর্ষ - স্প্যানীশ এবং ইংরেজিতে, ফরাসীর সাথে , জার্মান এর সাথে আমার ভাষাটিকে অধিকতর ভালোভাবে আমি বুঝতে পারি। আহ, আমি মনে করি একই ধারণা এবং একই অনুভূতি প্রকাশ করার েেত্র প্রত্যেক ভাষার যে নিজস্ব সূè দ্যোতনা আছে সে সম্পর্কে আপনি সচেতন হয়ে উঠবেন।
আমি মনে করি এতে (ফোন লাইন বিচ্ছিন্ন ) আমার ভাষার সাথে আমার যে সম্পর্ক তা অনেক অনেক বেশী ঋদ্ধ হয়ে ওঠে কারণ যে সমস্ত দেশে আমি বসবাস করেছি আপনি দেখবেন তার কোনটাতেই স্প্যানীশ ভাষা জাতীয় ভাষা নয়।
এ্যাডাম স্মিথ ঃ এবং আপনি অনেক বেশী সংখ্যক ফর্মে লিখেন.... এবং অস্বাভাবিকভাবে অনেক বেশী সংখ্যক ফর্মে- এটা কেন?
মারিও ভার্গাস য়োসা ঃ যা হোক , আমি উপন্যাস লিখি, এবং আহ... তবে, আমি মনে করি, আমি একজন ফিকশন লেখক, আপনি জানেন, কারণ আমি নাটকও লিখি, অথবা ছোট গল্প। তবে, আ, সাহিত্যের বিভিন্ন ধরনের কারণে ভিশন , বিশ্বাস ....অনুভূতি যা আমি গল্পে প্রকাশ করার চেষ্টা করি তার কোন পরিবর্তন হয় বলে আমি বিশ্বাস করি না। তবে, আমার মনে হয় নির্দিষ্ট একটা গল্প প্রকাশিত অথবা নাটকে রূপায়িত, তারপর উপন্যাসে বা একটা ছোট গল্পে যা অন্য একটি ( ফোন লাইন বিচ্ছিন্ন)। অনান্য গল্পের েেত্র, অবশ্যই, আমার মনে হয় যে বলার জন্য উপন্যাসই আদর্শ মাধ্যম, না?
এ্যাডাম স্মিথ ঃ হ্যাঁ, এবং রাজনীতিতে আপনার আগ্রহ সম্পর্কে কি আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি? আপনি বলেছেন যে আপনি রাজনীতিতে প্রবেশ করেছেন এক ধরনের দায় বোধ থেকে।
এটা কী ব্যক্তিগত দায় বোধ অথবা লেখকের দায়বদ্ধতা ?
মারিও ভার্গাস য়োসা ঃ যাহোক, আপনি জানেন, যখন আমি, ...আমি, আমি মনে করি লেখকেরা নাগরিকও বটে, আপনি জানেন, এবং নাগরিক বিতর্ক, সমাজ যে সকল সমস্যার মোকাবেলা করে তার সমাধান নিয়ে বিতর্কে অংশগ্রহনের নৈতিক দায়বোধ তাদের আছে। এটার মানে এই নয় যে, লেখকদের পেশাদার রাজনীতিবিদ হতে হবে। না , কখনোই আমি তা ভাবি না, আমি কখনোই পেশাদার রাজনীতিক হতে চাই নি। এটা আমি একবার করেছিলাম কারণ পেরুর পরিস্থিতি গভীর, গভীরতরভাবে মারাত্মক ছিল। আমাদের অস্বাভাবিক মূল্যস্ফীতি ছিল, সন্ত্রাসবাদ ছিল,সেখানে ছিল যুদ্ধ,গৃহ যুদ্ধ, দেশ জুড়ে।
এবং , এই পরিবেশে, আমার ধারণা ছিল যে অত্যন্ত ভঙ্গুর গণতন্ত্র যা আমাদের ছিল (ফোন লাইন বিচ্ছিন্ন ) ভেঙ্গে পড়ার মুখে ছিলাম! গুতরাং, এটাই ছিল সার্বিক পরিস্থিতি। কিন্তু, এটা আমি করেছিলাম কিছু একটা ব্যতিক্রম হিসাবে এবং খুব ভালো এবং সঠিকভাবে জেনে যে এটা হবে ক্রান্তিলগ্নের অভিজ্ঞতা, না যা তাই ছিল। তবে,অন্যদিক থেকে, আমি....আমি, আমি মনে করি যে লেখকদেরও , অনান্য নাগরিকদের মত নাগরিক সমস্যায় অংশগ্রহন করা উচিত। অন্যথায়, আপনি পারবেন না ...... আপনি প্রতিবাদ করতে পারবেন না! আপনি পারবেন না (ফোন লাইন বিচ্ছিন্ন ) অংশগ্রহন করতে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্র হলো অংশগ্রহন, এবং আমি মনে করি না কেন লেখকরা, বা শিল্পীরা, বা বুদ্ধিজীবিরা নিজেদের এই সব অংশগ্রহনের নৈতিক দায়বোধ থেকে মুক্ত রাখবে।
এ্যাডাম স্মিথ ঃ একটি শেষ প্রশ্ন । এই ঘোষণা এক সম্পূর্ণ নতুন পাঠককুলের সামনে আপনাকে উন্মুক্ত করে দেবে, যারা আগে কখনোই আপনাকে পাঠ করে নি। আপনি কি তাদের জন্য কোন সুনির্দিষ্ট বই সুপারিশ করবেন যা দিয়ে তারা শুরু করতে পারে?
মারিও ভার্গাস য়োসা ঃ ওহ, যাই হোক, হা হা ! আমি জানি না! আমার মনে হয়... এহ... আমি সত্যি জানি না। তবে, হতে পারে ... না! আমি বলতে পারবো না।
এ্যাডাম স্মিথ ঃ ঠিক আছে, এটা ভালো: তারা তাদের স্বাধীন পছন্দ নিয়ে থাক, হ্যাঁ।
মারিও ভার্গাস য়োসা ঃ খুবই ভালো স্যার ।
এ্যাডাম স্মিথ ঃ যাইহোক আপনার সাথে কথা বলাটা ছিল খুবই আনন্দের।
মারিও ভার্গাস য়োসা ঃ আপনাকে অনেক ধন্যবাদ।
এ্যাডাম স্মিথ ঃ অভিনন্দন। অশেষ ধন্যবাদ, বিদায়।
মারিও ভার্গাস য়োসা ঃ বিদায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।