জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মহানগর মুখ্য হাকিমের আদালতে দায়ের করা একটি মামলারব্যাপারে গতকাল বৃহস্পতিবার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি মামলার আর্জি প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে বলেন, আমি আর্জি দেখেছি। গোটা মামলা মিথ্যাচারে ভরপুর। একজন মানুষ কি করে এতো জঘন্য ধরনের মিথ্যাচার করতে পারে। বিবরণী শুধু মিথ্যাই নয়, গল্পে পরিপূর্ণ।
এরকম মিথ্যাচার দেখে আমার নতুন অভিজ্ঞতা হল। এটি শুধু মিথ্যাই নয়, গল্পে পরিপূর্ণ। যে কোন বিবেকবান মানুষই আর্জি দেখে এটাকে কল্পিত, হয়রানিমূলক ও উদ্দেশ্যপূর্ণ মনে করবে। আমি মনে করি, একটি অসৎ রাজনৈতিক উদ্দেশে এ মামলা দায়ের করা হয়েছে। আমরা লক্ষ্য করছি, একটি মহলের প্ররোচনায় এভাবে একটার পর একটা মামলা দেয়া হচ্ছে।
নিজেদের বিবেককে প্রশ্ন করলে তারাও ব্যাপারটি বুঝতে পারবে।
জামায়াত সেক্রেটারী জেনারেল বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মামলার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত হবে। সেই তদন্তে মামলা মিথ্যা প্রমাণিত হবে। জামায়াতে ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেজন্য আমরা আইনগতভাবে মোকাবিলা করবো। একইসাথে যেহেতু মামলাটি অসৎ রাজনৈতিক উদ্দেশে করা হয়েছে সেহেতু আমরাও রাজনৈতিকভাবে এ ব্যাপারে পদক্ষেপ নেব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।