নিজের কথা প্রকাশে ব্লগের চাইতে ভালো কিছু আর কিইবা হতে পারে।
২০০৪ সালের ডিসেম্বরে দিল্লীর পুলিশ অভনিশ বাজাজ কে গ্রেফতার করে। মি: বাজাজ হার্ভার্ড থেকে ফেরত আমেরিকান নাগরিক কিন্তু জন্ম সূত্রে ইন্ডিয়ান এবং baazee.com এর সিইও। ebay এই সাইটটি ৫০ মিলিয়ন ডলারে এক্যায়ার করে এবং এই সাইট খুব দ্রুত ebay.in হিসাবে জনপ্রিয়তা লাভ করে।
সেই বছরেই দিল্লীর এক পাবলিক স্কুলের দুই ছেলেমেয়ের আপত্তিকর ক্লিপ baazee.com এ অকশানের জন্য উঠলে তা পুলিশী মামলায় পরিণত হয়।
পুলিশ এই সাইটের সিইও হিসাবে অভনিশ বাজাজ কে গ্রেফতার করে কোর্টে চালান দিলে কোর্ট তার জামিনের আবেদন খারিজ করে ১৪দিনের রিমান্ড মন্জুর করে। বিচারক এই আদেশ দেন Information Technology Act 2000 এর সেকশান ৬৭'র ধারা বলে।
মি: বাজাজের পক্ষে যুক্ত তোলা হয় এই বলে যে baazee.com এর ৭৫ লাখেরও বেশী রেজিস্টার্ড সদস্যের কে কোথায় কি কন্টেন্ট দিচ্ছে তা মি: বাজাজের পক্ষে যাচাই করা সম্ভব না। কোর্ট যুক্তিটি নাকচ করে দেয় এই বলে যে এটা সম্পূর্নই তার সমস্যা, কোর্ট এটা আমলে নিতে পারে না। এরপর আরো যুক্তি তুলে ধরা হয় - সাইটের সদস্যভূক্তির শর্তানুযায়ী কন্টেন্ট এর জন্য সাইট অথরিটি দায়ী নয়, একমাত্র ব্যাবহারকারী দায়ী।
কোর্ট তখন চুক্তিটি দেখতে চায়। সেই সদস্য রেজিস্ট্রেশানের সময় যে এগ্রিমেন্টে সম্মতি দিয়েছিল তার প্রিন্ট কপি কোর্টের সামনে উপস্থাপন করা হয়। কোর্ট তা নাকচ করে এই বলে যে এটা একটা লেখার প্রিন্ট কপি মাত্র, স্বাক্ষর ছাড়া কোন কাগজ কোন চুক্তি পত্র হতে পারে না।
মি: বাজাজের জামিনের সব চেস্টা ব্যার্থ হয়।
এ ঘটনা শুধু ভারতেই না, সারা বিশ্বের সংশ্লিস্টদের মাঝে ব্যাপক আলোড়ন তুলে।
আমেরিকার তৎকালীন সেক্রেটারী অব স্টেট কন্ডোলিজা রাইস ভারত সরকারের উপর একধরনের চাপও প্রয়োগ করে। তথ্য প্রযুক্তির উল্লেখযোগ্য কেন্দ্র ভারতের আইনের এই পশ্চাৎপদতা সাড়া বিশ্বকে হতবাক করে দেয়। যদিও এই এক্টের পরবর্তী সংস্করনে ধারাটির পরিবর্তন করা হয়।
বাংলাদেশে আইসিটি এ্যাক্ট প্রনয়ন হয় ২০০৬ সালে। এটা ভারতের সেই আইটি এ্যাক্ট ২০০০ এর আদলে তৈরী করা।
যদিও ভারত এরই মাঝে ২০০০ এর এ্যাক্টটা সংস্কার করে তবুও বাংলাদেশ অনুকরন করে পুরানোটা।
বাজাজের ঘটনার সেই কুখ্যাত ৬৭ ধারাটি বাংলাদেশ অবিকৃত অবস্থায় ধরে রাখে তার ৬৯ ধারায়।
ঠিক জানি না বাংলাদেশের রচয়িতারা এই ধারাটি না বুঝে রেখেছে নাকি বুঝে শুনে রেখেছে।
কে জানে, হয়তো যে কোন দিন baazee.com মি: অভনিশ বাজাজ এর মতন করে বাংলাদেশের কোন সাইটের সিইওর একই পরনতি আমাদেরকে দেখতে হবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।