আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্যচারী

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

অরণ্যচারী নিস্তব্ধ রাতের শেষে অজানা এক আশঙ্কায় ডাহুক এই মনটা চঞ্চল হয়ে ওঠে। কোথাও কী পেঁচার ডাক শোনা যায়? চোরা শিকারীর ফাঁদ পাতা নয়তো অদূরে! অনুভবের অভয়ারণ্যে বিশ্বস্ত শাখামৃগ গোলপাতায় সংকেত লিখে পাঠায়- ভালবাসার মিঠে জলে কুমীরের আনাগোনা, পারাপারে সাবধান। তবুও, শীতের পাখীদের মতো আমি ভালবাসার উষ্ণতা খুঁজি সবুজাভ জলাশয়ে। তুমি মৌসুমী বনাঞ্চল হয়ে আমাকে আটকে রাখো সবুজের ফাঁদে। আমি ভুলে যাই- ওদিকে তখন বরফ গলবার দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।