বাসায় তৈরি সাবমেরিনbr />
বড় কোন কারখানা বা গবেষণাগার নয়, ঘরে বসেই একটি সাবমেরিন তৈরি করেছেন চীনের এক তরুণ। কিছুদিন
আগে জিয়াংলি নামের এই তরুণ বেইজিংয়ের নিকটবর্তী একটি জলাধারে তার সাবমেরিনটি প্রদর্শন করেন। এক
ডুবোযানে যা থাকে জিয়াংলির ছোট্ট সাবমেরিনে তার প্রায় সবই আছে। পানির নীচ থেকে উপরের অবস্হা দেখতে
একটি পেরিস্কোপ, গভীরতা নিয়ন্ত্রণ ট্যাংক, ইলেকট্রিক মোটর, ন্যানোমিটার এবং পানির নীচে চলার জন্য দুটি ডানা।
আর এই ডুবোযানের কাঠামো তৈরি করা হয়েছে তেলের পুরনো ড্রাম কেটে। ডুবোযানটি তৈরি করতে জিয়াংলির
সময় লেগেছে ২ বছর এবং খরচ হয়েছে ৪,৩৮৫ মার্কিন ডলার।
তথ্য,,,সংগৃহীত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।