আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...
গুগলের এন্ডরয়েড এসে হালকা চ্যালেঞ্জ জানালেও উইন্ডোজ মোবাইলের বাজারে তার আঁচ লাগেনি মোটেও। এইচটিসি থেকে শুরু করে সনি এরিকসনের এক্সপেরিয়া বলুন, কিংবা স্যামসাংয়ের ওমনিয়া - সবই উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম চলছে। এর বাইরে ঢাকার বাজারে শত শত স্মার্টফোন কিংবা পকেট পিসি আছে, যা উইন্ডোজ মোবাইল ওএসে চলছে। ফলে আমার ধারণা, দেশে উইন্ডোজ মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কম নয়। শুরুতে এই মোবাইল অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে গিয়ে অনেক খুঁজেও বাংলায় কোনো কনটেন্ট পাইনি।
এমনিতে হাবিজাবি মোবাইল সফটওয়্যারের পাহাড় আছে ইন্টারনেটে। বিভিন্ন সময়ে নিজে ব্যবহার করে ভালো লেগেছে- এমন সফটওয়্যারের মধ্য থেকে একটি নাতিদীর্ঘ রিভিউ থাকলো এখানে। সফটওয়্যারগুলো প্রধানত চলবে উইন্ডোজ মোবাইল ৫ ও ৬ সংস্করণে।
য হোক, ব্লগে এর মূল্যায়ন হবে না জানি। একদিন হয়তো সরকারিভাবে মূল্যায়ন হবে- এই আশা নিয়ে পরিশ্রমলব্ধ এই পোস্ট-
মাইক্রোসফট ভয়েস কমাণ্ড
কি-বোর্ড কিংবা বাটন স্পর্শ না করেই কেবল মুখে নির্দেশ দিয়ে আপনি ফোন করতে পারবেন, ফোনবুকের যে কোনো নম্বরে (যেমন call kuddus on mobile বা call opi karim at home) ফোন করা যাবে সরাসরি।
এছাড়া মুখে নির্দেশ দিয়ে প্রোগ্রাম খুলতে পারবেন, ক্যালেন্ডারে নতুন এন্ট্রি যোগ করতে পারবেন, গান চালাতে পারবেন। এটা কাজ করে, তবে মোবাইলকে ইনগেজি উচ্চারণ বোঝাতে গিয়ে বেশ নাজেহাল হচ্ছি।
লাইসেন্স : বাণিজ্যিক | বিকল্প ডাউনলোড লিংক
আইফোন টুডে
উইন্ডোজ মোবাইলে ডেস্কটপ বা টুডে স্ক্রিনটা সম্পূর্ণ আইফোনের মতো দেখাবে। বাটনগুলো ইচ্ছেমতো সাজানোও যায়। কাজও করে ভালোই।
এখন ১.৩ সংস্করণ চলছে আইফোন টুডের।
ধরন : থিম | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
রেসকো অডিও রেকর্ডার
বিনামূল্যের কিছু অডিও রেকর্ডার আছে বটে, যেমন মটোব্লাস্ট পিএমরেকর্ডার, তবে রেসকো অডিও রেকর্ডার তুলনাহীন। নিঃশব্দে সমস্ত ফোনকল রেকর্ড হয়ে যায়। আবার চাইলে আপনি যে কোনো কিছু রেকর্ডও করতে পারবেন।
ধরন : অডিও রেকর্ডার | লাইসেন্স : বাণিজ্যিক | বিকল্প ডাউনলোড লিংক
সেভেন-জিপ
উইন্ডোজের অতি পরিচিত আর্কাইভিং টুল সেভেন-জিপের মোবাইল ভার্সন বেরিয়েছে সম্প্রতি।
সরাসরি মোবাইলেই যে কোনো ফাইল জিপ করা যাবে। আছে আরো নানা ফিচার।
ধরন : আর্কাইভিং টুল | লাইসেন্স : ওপেনসোর্স | ডাউনলোড লিংক
লিভিংসফট টকিং ডিকশনারি (ইংরেজি থেকে বাংলা)
খুবই কাজের এবং পূর্ণাঙ্গ অভিধান এটি। একটি সম্পূর্ণ বাংলা কি-বোর্ডও আছে সঙ্গে।
ধরন : অভিধান | লাইসেন্স : বাণিজ্যিক | বিকল্প ডাউনলোড লিংক ১ | বিকল্প ডাউনলোড লিংক ২
স্কাইপি মোবাইল
স্কাইপি থেকে স্কাইপিতে কল এবং চ্যাট করা যায়।
এমনকি এর মাধ্যমে যে কোনো ফাইলও পাঠানো যায়।
ধরন : টেলিফোনি, ম্যাসেঞ্জার | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
গুগল ম্যাপস
যে কোনো স্থানের ম্যাপ, স্যাটেলাইট ভিউ, হাইব্রিড, এমনকি স্ট্রিট ভিউও অনায়াসে দেখা যায়। আছে চমৎকার জিপিএস সুবিধাও।
ধরন : ম্যাপিং | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
মাইক্রোসফট মাই ফোন
ফোনের সবকিছু ব্যাকআপ রাখা যায় মাইক্রোসফটের সার্ভারে। ফোনবুক থেকে এসএমএস, ছবি থেকে মেমোরি কার্ডের সাধারণ ফাইলও।
ফোন হারিয়ে গেলে সেটাও শনাক্ত করার ব্যবস্থা আছে এতে। ঝামেলামুক্ত ও দ্রুতগতির।
ধরন : ব্যাকআপ | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
সিম ম্যানেজার
ফোন নম্বর মোবাইল থেকে সিমে, আবার সিম থেকে মোবাইলে আনা-নেওয়া করা যায়। ব্যাকআপ রাখার ব্যবস্থাও আছে এতে।
লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
ক্লিয়ার টেম্প
মোবাইলে জমে থাকা সব ধরনের টেম্পোরারি ফাইল এক ক্লিকে মুছে ফেলার জন্য বেশ কার্যকর।
ধরন : ইউটিলিটি | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
নিমবাজ
মোবাইল থেকে মোবাইলে ভয়েস কল, চ্যাট, ম্যাসেজিং সবই করা যায়।
ধরন : টেলিফোনি, ম্যাসেঞ্জার | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
ফেসবুক
বেশ দ্রুতগতিতে ফেসবুকের বিভিন্ন সুবিধা পাওয়া যায় মাইক্রোসফটের তৈরি এই অ্যপ্লিকেশন থেকে। বন্ধুতালিকার যে কাউকে ম্যাসেজ পাঠানো যায়, কল করা যায়। ছবি বা ভিডিও তুলে সেটা ফেসবুকে আপলোড করা যায়। প্রোফাইল ম্যানেজ কিংবা পোস্টও করা যায়।
ধরন : সোশ্যাল নেটওয়ার্কিং | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
আইবিই মিউজিক প্লেয়ার
আমি বলবো, এটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার কিংবা কোর প্লেয়ারের ভালো বিকল্প। এমপিথ্রি থেকে ওয়েভ- সবই চলে।
ধরন : অডিও প্লেয়ার | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
ডট নেট কমপ্যাক্ট ফ্রেমওয়ার্ক ৩.৫
এটি শুধু পকেট পিসি ও স্মার্টফোনের জন্যই তৈরি। অনেক সফটওয়্যারই এটা ছাড়া চলে না।
ধরন : ইউটিলিটি | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
আলটিমেট থিফ এলার্ট
বারকয়েক পরীক্ষা করে মোবাইলের নিরাপত্তার জন্য আপাতদৃষ্টিতে এটাকে ভালো বলেই মনে হচ্ছে।
মোবাইল হারানো বা চুরি হয়ে গেলে চোর শনাক্ত করার এতে বেশকিছু ব্যবস্থা রয়েছে। চোর সিম বদলে ফেলার সঙ্গে সঙ্গেই এই সফটওয়্যার সেই সিমের নম্বর, তার কললিস্ট, এসএমএস- সবই আপনার পূর্বনির্ধারিত নম্বরে পাঠিয়ে দেবে। এত জিপিএসের মাধ্যমেও চোরের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা রয়েছে।
লাইসেন্স : বাণিজ্যিক | বিকল্প ডাউনলোড লিংক
এডবি ফ্লাশ প্লেয়ার
পিসিতে ফ্ল্যাশ প্লেয়ারের যা যা কাজ, তার সবই মোবাইলেও করা যাবে। এখন সপ্তম সংস্করণ চলছে এর।
ধরন : ইউটিলিটি | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
অ্যাক্রোবেট রিডার
যে কোনো পিডিএফ ফাইল চমৎকারভাবে পড়া যায়, এমনকি বাংলায়ও।
ধরন : পিডিএফ রিডার | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
কোর প্লেয়ার
অডিও-ভিডিও যে কোনো ফাইল এই প্লেয়ারে চলে। মাল্টিমিডিয়া ফাইলের ব্যবস্থাপনাও এতে স্বচ্ছন্দে করা যায়।
ধরন : মাল্টিমিডিয়া | লাইসেন্স : বাণিজ্যিক | বিকল্প ডাউনলোড লিংক
অপেরা মোবাইল
পিসির মতোই মোবাইলেও অপেরা দ্রুতগতির। ব্রাউজারটি সম্পূর্ণ পিসির মতোই।
পাসওয়ার্ড ম্যানেজার আছে। উইজেটও আছে নানা ধরনের। এখন এর ৯.৭৭ বেটা সংস্করণ চলছে।
ধরন : ব্রাউজার | লাইসেন্স : ফ্রিওয়্যার (শুধু বেটা সংস্করণ) | ডাউনলোড লিংক
হ্যাপি ট্যাপিং কি-বোর্ড
যারা পকেট পিসির প্রচলিত সাদামাটা কি-বোর্ডে বিরক্ত, তাদের জন্য এই কি-বোর্ড। আইফোনের দৃষ্টিনন্দন কি-বোর্ডটিই যুক্ত করা যাবে পকেট পিসিতে।
ধরন : কি-বোর্ড | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
টাচপ্যাল কি-বোর্ড
এ পর্যন্ত দেখা সবচেয়ে সরস কি-বোর্ড এটা। স্টাইলাসের বদলে এমনকি অঙ্গুলি স্পর্শ করেও চালানো যায় এই কি-বোর্ড। আছে নানান সুবিধা।
ধরন : কি-বোর্ড | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
ডব্লিউ কে টাস্ক
ছোট্ট কিন্তু অসাধারণ একটি টুল। একটি প্রোগ্রাম লঞ্চার ছাড়াও এতে বেশকিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।
ধরন : ইউটিলিটি | লাইসেন্স : ফ্রিওয়্যার ডাউনলোড লিংক
টোটাল কমান্ডার
ফাইল কপি-পেস্ট-মুভ-রিনেম-জিপ-আনজিপ - এই সবকিছুই টোটাল কমান্ডার দিয়ে করা যায়। আছে রেজিস্ট্রি এডিটর, ফাইল ম্যানেজার, ফাইল সার্চের ব্যবস্থাও।
ধরন : ইউটিলিটি | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
জাভাভিত্তিক সফটওয়্যার
এসমার্টেক জে-বেড
জাভা ম্যানেজার। উইন্ডোজ মোবাইলে জাভা সমর্থন থাকে না। এর জন্য এসমার্টেক জে-বেড ইনস্টল করতে হয়।
এটা ইনস্টল করার পর জাভাভিত্তিক যে কোনো টুল ইনস্টল করা যাবে।
ধরন : ইউটিলিটি | লাইসেন্স : ফ্রিওয়্যার | বিকল্প ডাউনলোড লিংক ১ | বিকল্প ডাউনলোড লিংক ২
বিশেষ নির্দেশনা : ডাউনলোড করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে ওই সাইটে।
অপেরা মিনি
বেটা ভার্সনটি বেশ দৃষ্টিনন্দন ও দ্রুতগতির। বিটম্যাপ ফন্টে যে কোনো বাংলা ওয়েবসাইটও স্বচ্ছন্দে দেখা যায় এতে। পাসওয়ার্ড ম্যানেজারও যুক্ত হয়েছে জাভাভিত্তিক এই সফটওয়্যারে।
ধরন : ব্রাউজার | লাইসেন্স : ফ্রিওয়্যার | ডাউনলোড লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।