আমাদের কথা খুঁজে নিন

   

ডিজুসের 'জট্টিল' অফার

বুকের ভেতর বহুদূরের পথ.........

ডিজুসের একটা নতুন অফার এসেছে- ৪৯ পয়সা আর ৬৬ পয়সায় নাকি কথা বলা যাবে। মফস্বলের কলেজে পড়া যুবক রহিমুদ্দিন খুবই আহ্লাদিত অফারটা দেখে। তার একটা ডিজুস সিম বেশ কিছুদিন ধরে পড়ে আছে। সে ভাবছে সিমটা আবার চালু করবে, ডিজুসের কম রেটে কথা বলে কিছু অর্থ সাশ্রয় করবে। কিন্তু মনের মধ্যে কেমন একটা সন্দেহ হচ্ছে, মোবাইল কোম্পানীগুলোর সব অফারেই নাকি কোন না কোন 'পেজগী' থাকে।

বন্ধুদের সতর্কবাণীগুলো সে উপেক্ষা করতে পারলোনা। অফারটা একটু যাচাই করতে ফোন দিলো কাস্টমার কেয়ারে.................। চলুন শুনি তাদের (কাল্পনিক) কথা বার্তা। ..................'হ্যালো, আমি কাস্টমার ম্যানেজার **** বলছি। কিভাবে সাহায্য করতে পারি?' 'জ্বি, মানে.........ডিজুসের নতুন অফারটা নিয়া একটু কথা কইতে চাইছিলাম।

আমার একটা ডিজুস সিম আছে, ঐটা যদি চালু করি তাইলেই তো আমি ৪৯ আর ৬৬ পয়সা রেটে কথা কইতে পারুম, ঠিক না আফা?' 'ইয়ে, না ঠিক তা না। চালু করলেই আপনি কথা বলতে পারবেন না। আপনাকে একটা এসএমএস পাঠাতে হবে ৩০৩০ নাম্বারে। ' 'ধুর! আবার এসএমএস? এসএমএস মানেই তো ২ টাকা। .........আইচ্ছা ঠিক আছে, কম রেটে কথা কওনের লিগা না হয় ২ টাকা খরচই করলাম।

এসএমএস পাঠানোর পর তো আমি কম রেটে কথা কইতে পারুম?' 'না, আপনি তারপরও পারবেন না। এই অফারটা উপভোগ করতে আপনাকে কমপক্ষে ১০ টাকার কথা বলতে হবে। তারপর..........' 'হায় হায় কি কয়? আমি সারাদিনে মোবাইলের পিছনে বড় জোর ২০ টাকা খরচ করি কিনা সন্দেহ, তাছাড়া আমার সিম তো আর একটা না আইচ্ছা যাউক, কম রেটের লাইগা বেবাক কথাই না হয় ডিজুসে কমু। কিন্তু ১০ টাকার কথা কওনের পর কম রেট পামু তো?' 'হ্যাঁ, অবশ্যই পাবেন' 'রাতদিন ২৪ ঘন্টা?' 'না না, রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই রেটে কথা বলতে পারবেন। ' 'খাইছে! সন্ধ্যা ৬টার পরই তো বেশীর ভাগ কথা কই।

আইচ্ছা যাউক, এখন থিকা তো এই রেটেই সবসময় কথা কইতে পারুম?' 'না না, একবার এসএমএস করলে ৭দিন পর্যন্ত আপনি অফারটি উপভোগ করতে পারবেন। ' '..............আবার এসএমএস. আবার ২ টাকা। ' 'আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমাদের অফার কিন্তু সীমিত সময়ের জন্য। ২৭ তারিখের পর এসএমএস পাঠালেও কিন্তু এই অফার পাবেন না। ' '..................তর অফারের গুষ্ঠি কিলাই'


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।